তিনদিনেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের জয়

বাসস
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১৭:৩২

ঢাকা, ১৯ জানুয়ারি ২০২৫ (বাসস) : তিন স্পিনারদের দুর্দান্ত বোলিং নৈপুন্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় দিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করলো স্বাগতিক পাকিস্তান। সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনই ওয়েস্ট ইন্ডিজকে ১২৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান।

ম্যাচে পাকিস্তান তিন স্পিনার সাজিদ খান, নোমান আলি ও আবরার আহমেদ মিলে ২০ উইকেট শিকার করেন। এরমধ্যে ১১৫ রানে ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন সাজিদ।

মুলতান টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ১০৯ রান করেছিলো পাকিস্তান। দিন শেষে ৭ উইকেট হাতে নিয়ে ২০২ রানে এগিয়ে ছিলো তারা।

তৃতীয় দিন ওয়েস্ট ইন্ডিজ স্পিনার জোমেল ওয়ারিকানের ঘূর্ণিতে বাকী ৭ উইকেটে ৪৮ রান যোগ করে ১৫৭ রানে অলআউট হয় পাকিস্তান। ওয়ারিকান ৩২ রানে ৭ উইকেট নেন। পাকিস্তানের মাটিতে সফরকারী দলের কোন বোলারের এটি তৃতীয় সেরা বোলিং।

দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের হয়ে অধিনায়ক শান মাসুদ ৫২, মুহাম্মদ হুরাইরা ২৯ ও কামরান গুলাম ২৭ রান করেন।

২৫১ রানের টার্গেটে খেলতে নেমে পাকিস্তানের স্পিনার সাজিদের ঘূর্ণিতে পড়ে ৫৪ রানে ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরমধ্যে সাজিদ নিয়েছেন ৪ উইকেট।

দলকে লড়াইয়ে ফেরাতে সতীর্থদের নিয়ে চেষ্টা করেছিলেন অ্যালিক আথানাজে। কিন্তু পাকিস্তানের অন্য দুই স্পিনার আবরার ও নোমানের সামনে প্রতিরোধ গড়তে পারেননি তারা। শেষ পর্যন্ত ১২৩ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। এই ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন আথানাজে।

প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া সাজিদ দ্বিতীয় ইনিংসে দখল করেছেন ৫টি। এছাড়াও আবরার ৪টি ও নোমান ১ উইকেট নেন। প্রথম ইনিংসে নোমান ৫টি ও আবরার ১ উইকেট নিয়েছিলেন।

মুলতানেই আগামী ২৫ জানুয়ারি থেকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০