তিনদিনেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের জয়

বাসস
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১৭:৩২

ঢাকা, ১৯ জানুয়ারি ২০২৫ (বাসস) : তিন স্পিনারদের দুর্দান্ত বোলিং নৈপুন্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় দিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করলো স্বাগতিক পাকিস্তান। সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনই ওয়েস্ট ইন্ডিজকে ১২৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান।

ম্যাচে পাকিস্তান তিন স্পিনার সাজিদ খান, নোমান আলি ও আবরার আহমেদ মিলে ২০ উইকেট শিকার করেন। এরমধ্যে ১১৫ রানে ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন সাজিদ।

মুলতান টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ১০৯ রান করেছিলো পাকিস্তান। দিন শেষে ৭ উইকেট হাতে নিয়ে ২০২ রানে এগিয়ে ছিলো তারা।

তৃতীয় দিন ওয়েস্ট ইন্ডিজ স্পিনার জোমেল ওয়ারিকানের ঘূর্ণিতে বাকী ৭ উইকেটে ৪৮ রান যোগ করে ১৫৭ রানে অলআউট হয় পাকিস্তান। ওয়ারিকান ৩২ রানে ৭ উইকেট নেন। পাকিস্তানের মাটিতে সফরকারী দলের কোন বোলারের এটি তৃতীয় সেরা বোলিং।

দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের হয়ে অধিনায়ক শান মাসুদ ৫২, মুহাম্মদ হুরাইরা ২৯ ও কামরান গুলাম ২৭ রান করেন।

২৫১ রানের টার্গেটে খেলতে নেমে পাকিস্তানের স্পিনার সাজিদের ঘূর্ণিতে পড়ে ৫৪ রানে ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরমধ্যে সাজিদ নিয়েছেন ৪ উইকেট।

দলকে লড়াইয়ে ফেরাতে সতীর্থদের নিয়ে চেষ্টা করেছিলেন অ্যালিক আথানাজে। কিন্তু পাকিস্তানের অন্য দুই স্পিনার আবরার ও নোমানের সামনে প্রতিরোধ গড়তে পারেননি তারা। শেষ পর্যন্ত ১২৩ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। এই ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন আথানাজে।

প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া সাজিদ দ্বিতীয় ইনিংসে দখল করেছেন ৫টি। এছাড়াও আবরার ৪টি ও নোমান ১ উইকেট নেন। প্রথম ইনিংসে নোমান ৫টি ও আবরার ১ উইকেট নিয়েছিলেন।

মুলতানেই আগামী ২৫ জানুয়ারি থেকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০