ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিশ্বকাপের পথ কঠিন হয়ে গেল বাংলাদেশের

বাসস
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১৬:৪৮

ঢাকা, ২০ জানুয়ারি ২০২৫ (বাসস) : বড় হার দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজ শুরু করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ সেন্ট কিটসে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। 

এই হারে বিশ্বকাপে সরাসরি খেলার পথ কঠিন করে ফেলল নিগার সুলতানার দল। কারণ বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে ২টি জিততেই হবে বাংলাদেশকে। এক ম্যাচ জিতলে সমীকরণের মার-প্যাচে পড়বে টাইগ্রেসরা। 

এ বছর  নারী ওয়ানডে বিশ্বকাপে স্বাগতিক ভারত বাদে নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষ পাঁচ দল সরাসরি মূল পর্বে খেলার টিকিট পাবে। ২২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠস্থানে (ভারত বাদে) আছে বাংলাদেশ। ২৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পঞ্চমস্থানে আছে নিউজিল্যান্ড। কিউইদের টপকাতে না পারলে শেষ পর্যন্ত বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে হবে বাংলাদেশকে। 

এ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ২৫ রানের সূচনা করে বাংলাদেশ। ১০ রান করে ফিরেন ওপেনার ফারজানা হক। এরপর দ্বিতীয় উইকেটে মুরশিদা খাতুনকে নিয়ে ৪৪ ও অধিনায়ক নিগার সুলতানার সাথে ৪৬ রানের জুটি গড়েন আরেক ওপেনার মুরশিদা খাতুন। 

মুরশিদা ৪০, শারমিন আকতার ৪২ ও নিগার ৪৪ বল খেলে ১৪ রানে আউট হন। 

দলীয় ১২৩ রানে চতুর্থ উইকেট পতনের পর হাফ-সেঞ্চুরির জুটি গড়েন দুই মিডল অর্ডার ব্যাটার সোবহানা মোস্তারি ও স্বর্ণা আকতার। ৬৯ বলে ৫৪ রান যোগ করে বিচ্ছিন্ন হন তারা। 

৪৬তম ওভারে দলীয় ১৭৭ রানে পঞ্চম ব্যাটার হিসেবে স্বর্ণার আউটের পর বাংলাদেশের পরের দিকের ব্যাটাররা সুবিধা করতে পারেনি। শেষ ২৯ বলে ৫ উইকেট হারিয়ে মাত্র ২১ রান যোগ করে সফরকারীরা। ফলে ৫০ ওভারে ৯ উইকেটে ১৯৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। 

১৯৯ রানের টার্গেটে ওপেনার ও অধিনায়ক হিলি ম্যাথুজের সেঞ্চুরিতে ১১০ বল বাকী রেখেই জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। ১৬টি চারে ৯৩ বলে অপরাজিত ১০৪ রান করেন ডটিন।

সতীর্থ কিয়ানা জোসেফের সাথে উদ্বোধনী জুটিতে ১৬৩ রান তুলেন ডটিন। ৭০ রানে বাংলাদেশের স্পিনার রাবেয়া খানের শিকার হন জোসেফ। রাবেয়া ৩৮ রানে ১ উইকেট নেন।

আগামী ২২ জানুয়ারি সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০