পিএসএলে দল না পেয়ে হতাশ নন তাসকিন

বাসস
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১৮:৫৬
তাসকিন আহমেদ -ছবি : সংগৃহীত

চট্টগ্রাম, ২১ জানুয়ারি ২০২৫ (বাসস) : পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল না পেয়ে হতাশ নন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। তিনি জানান আমার প্রধান লক্ষ্য বাংলাদেশ জাতীয় দল এবং চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ভাল পারফরমেন্স করা।

সম্প্রতি লাহোরে হওয়া পিএসএল ড্রাফটে দল না পেয়ে হতাশ কিনা এমন প্রশ্নের জবাবে তাসকিন বলেন, ‘মন খারাপ করার কিছু আছে কি? আমার প্রধান লক্ষ্য দেশের হয়ে সেরা পারফরমেন্স করা এবং যেখানেই খেলি সেখানে ভালো করা। আমি এসব নিয়ে হতাশ নই। আমি জানি ভালো খেলতে পারলে অবশ্যই সুযোগ আসবে।’

তাসকিনকে দলে ভেড়াতে একাধিকবার তার সাথে যোগাযোগ করেছিল আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে এনওসি না পাওয়ায়, আইপিএলের খেলার সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি।

তাসকিন বলেন, ‘আইপিএলে খেলার বেশ কয়েকটি সুযোগ ছিল। আমার যতটুকু মনে পড়ে, অন্তত তিনবার। তবে এগুলো আমার কাছে চিন্তার বিষয় নয়। যদি আমি এসব নিয়ে হতাশ হতাম, এতদিনে নিজের গলায় দড়ি দিতাম। আমার ভাগ্যে ছিল না। আমি আশা করি সেখানে ভবিষ্যতে আরও অনেক সুযোগ থাকবে।’

এক দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন তাসকিন। বিপিএলের বাইরে শুধুমাত্র লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলেছেন তিনি।
ড্রাফটের পর কোনও ফ্র্যাঞ্চাইজি তার সাথে যোগাযোগ করেনি বলে জানিয়েছেন তাসকিন। তবে কোন দলে খেলোয়াড় বদলি হলে খেলার সুযোগ পেতে পারেন তিনি।

চলতি বিপিএলে সর্বোচ্চ ২০ উইকেট নিয়ে তালিকার শীর্ষে থাকা তাসকিন বলেন, ‘আমি ড্রাফটে দল পাইনি। কিন্তু এখানেই পৃথিবীর শেষ নয়। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যেকোন দলের যে কোন সময় বদলির প্রয়োজন হতে পারে। পিএসএলের ক্ষেত্রেও একই। ব্যক্তিগতভাবে আমি কারও সাথে কথা বলিনি। এজেন্টরা আসলে এই জিনিসগুলি পরিচালনা করে থাকে। তাই আমি কোনও ফ্র্যাঞ্চাইজির সাথে যোগাযোগও করিনি।’

সম্প্রতি পিএসএল ড্রাফট থেকে দল পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। তারা হলেন- নাহিদ রানা, রিশাদ হোসেন ও লিটন দাস। রানাকে পেশওয়ার জালমি, লিটনকে করাচি কিংস এবং রিশাদকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স।

চলতি বিপিএলর মাঝপথে এনামুল হক বিজয়কে সরিয়ে তাসকিনকে অধিনায়ক করেছে দুর্বার রাজশাহী। ফ্র্যাঞ্চাইজি দলের অধিনায়ক হিসেবে শুরুটা ভালো হয়নি তার। চট্টগ্রাম কিংসের কাছে ১১১ রানের বড় ব্যবধানে হেরেছে রাজশাহী।

অধিনায়কত্ব নিয়ে তাসকিন বলেন, ‘এটা মালিক ও টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। আমি অনূর্ধ্ব-১৯ দল থেকে বিজয়ের সাথে খেলছি। এ বিষয়ে তার সাথে আমার কথাও হয়েছে। সবার মতামতেই আমাকে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে। আমার এখন একমাত্র ফোকাস, বিপিএলে ভালো করা।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০