বাসস
  ২৩ জানুয়ারি ২০২৫, ১৯:৫৭

ব্রাজিলিয়ানদের কাঁধে চড়ে রিয়ালের বড় জয়

ঢাকা, ২৩ জানুয়ারি ২০২৫ (বাসস) : আরবি সালজবার্গকে ৫-১ গোলে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্ব অন্তত পার করার পথ সুগম করেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

দুই ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র ও রডরিগোর জোড়া গোলের পাশাপাশি ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পের গোলে সান্তিয়াগো বার্নাব্যুতে বড় জয় নিশ্চিত হয় রিয়ালের।

প্রথম ছয় ম্যাচের মধ্যে তিনটিতে পরাজিত হয়ে কার্লো আনচেলত্তির দল চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা মোটেই ভাল করেনি। কিন্তু এখন ফেব্রুয়ারিতে প্লে-অফ রাউন্ডে খেলা অনেকটাই নিশ্চিত। এটি চ্যাম্পিয়ন্স লিগে এবারের আসরের নতুন সংযোজন। শীর্ষ আটের বাইরে থাকা দলগুলোকে প্লে-অফ খেলে নক আউট পর্বে উঠতে হবে।

এই জয়ে অষ্টম স্থানে থাকা বায়ার লেভারকুসেনের থেকে এক পয়েন্ট পিছিয়ে লস ব্ল্যাঙ্কোসরা লিগ টেবিলের ১৬তম স্থানে রয়েছে।

ব্রাজিলিয়ান উইঙ্গার রডরিগো প্রথমার্ধে দুই গোল করেছেন। বিরতির পরপরই এমবাপ্পে গোলের দেখা পান। ৫৫ ও ৭৭ মিনিটে আরো দুই গোল করেছেন ভিনিসিয়াস। এর মাধ্যমে রিয়ালের জার্সিতে গোলের সেঞ্চুরি পূর্ণ করেছেন ভিনি।

ব্রাজিলিয়ান সতীর্থ রোনাল্ডোর মাদ্রিদের জার্সিতে ১০৪ গোলের রেকর্ডের খুব কাছাকছি পৌঁছে যাওয়া সম্পর্কে ভিনিসিয়াস বলেন, ‘১০০ গোল পূরণ করায় আমি দারুন খুশী। আশা করছি এভাবেই সামনে এগিয়ে যাবো ও অনেক বেশী গোল পাবো। এই ক্লাবের হয়ে একটি যুগের সূচনা করতে চাই, এটাই আমার স্বপ্ন।’

লিভারপুল, এসি মিলান ও লিলির কাছে পরাজিত হয়ে মাদ্রিদ গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচকে সামনে রেখে দারুন চাপে ছিল।

যে কারনে জুড বেলিংহামের ক্রসে ২৩ মিনিটে রডরিগোর গোলের আগ পর্যন্ত বেশ অস্বস্তিতেই ছিল মাদ্রিদ। সাম্প্রতিক সময়ে এই উইঙ্গার দারুন ছন্দে রয়েছেন। সব ধরনের প্রতিযোগিতায় শেষ নয় ম্যাচে করেছেন ৮ গোল।

তার দ্বিতীয় গোলটি ছিল আরো ভাল। বেলিংহামের দুর্দান্ত এক ব্যাকহিলে প্রথম সুযোগেই কার্লিং স্ট্রাইকে ব্যবধান দ্বিগুন করেন রডরিগো।

দ্বিতীয়ার্ধের শুরুতেই এমবাপ্পে দলের হয়ে তৃতীয় গোলটি করেন। অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মড্রিচের দারুন পাসে ভিনিসিয়াস বামদিক থেকে বল জালে জড়ান। ৭৭ মিনিটে মধ্যমাঠ থেকে ফেডে ভালভার্দের পাসে ভিনিসিয়াস নিজের দ্বিতীয় গোল করলে বড় জয় পায় মাদ্রিদ।