শিরোনাম
ঢাকা, ২৩ জানুয়ারি ২০২৫ (বাসস) : আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে বিসিবির সভাপতি ফারুক আহমেদের সাথে দেখা করেছেন মেঘনা ব্যাংক ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে অংশগ্রহণকারী ২০ দলের মধ্যে ১৫ দলের খেলোয়াড় এবং অধিনায়করা।
এক সংবাদ বিবৃতিতে বিসিবি জানিয়েছে লিগ আয়োজনকে ঘিরে অনিশ্চয়তা থাকায় উদ্বেগ প্রকাশ করেছে তারা।
ক্রিকেটারদের উদ্দেশ্যে বিসিবি সভাপতি বলেন, ক্রিকেটারদের ক্যারিয়ার এবং রুটি-রুজির কথা চিন্তা করে লিগের গুরুত্ব অনেক বেশি।
বিবৃতিতে আরও বলা হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব লিগ চালু করার জন্য যথাসাধ্য চেষ্টা করার ব্যাপারে তাদের আশ্বস্ত করেছে বোর্ড।