আইসিসি’র বর্ষসেরা টেস্ট একাদশের অধিনায়ক কামিন্স

বাসস
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১৯:৪৭

ঢাকা, ২৪ জানুয়ারি ২০২৫ (বাসস) : ২০২৪ সালের বর্ষসেরা টেস্ট একাদশ ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই দলকে নেতৃত্বে আছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।

বর্ষসেরা টেস্ট দলে ইংল্যান্ডের সর্বোচ্চ ৪ জন ক্রিকেটার আছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩ জন ক্রিকেটার আছেন ভারতের। এছাড়াও একাদশে নিউজিল্যান্ডের দু’জন এবং অস্ট্রেলিয়া ও শ্রীলংকার একজন করে ক্রিকেটার রাখা হয়েছে।

গত বছরের দারুণ পারফরমেন্সে টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের ফাইনালে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। তাদের কোন ক্রিকেটারেরই বর্ষসেরা একাদশে সুযোগ হয়নি।

ইংল্যান্ডের চার ক্রিকেটার হলেন- বেন ডাকেট, জো রুট, হ্যারি ব্রুক ও জেমি স্মিথ। ভারতের ওপেনার যশ্বসী জয়সওয়ালের সাথে আছেন রবীন্দ্র জাদেজা ও জসপ্রিত বুমরাহ।

নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসনের সাথে সুযোগ হয়েছে ম্যাট হেনরির।

অস্ট্রেলিয়ার কামিন্স ও শ্রীলংকার কামিন্দু মেন্ডিসের একাদশে সুযোগ হয়েছে।

ভারতের জয়সওয়ালের সাথে ওপেনিংয়ে রাখা হয়েছে ডাকেটকে। গত বছর জয়সওয়াল ১৪৭৮ রান এবং ডাকেট ১১৪৯ রান করেন। এর মাধ্যমে জয়সওয়াল দ্বিতীয় ও ডাকেট তৃতীয় সর্বোচ্চ রান করেন।

ব্যাটিং অর্ডারে তিন নম্বরে আছেন উইলিয়ামসন। ৯ ম্যাচে ১০১৩ রান করেছিলেন তিনি। মিডল অর্ডারে থাকছেন রুট-ব্রুক ও কামিন্দু। গত বছর সর্বোচ্চ ১৫৫৬ রান করেছিলেন রুট।

ব্রুকের ব্যাট থেকে এসেছিলো ১১০০ রান। শ্রীলংকার কামিন্দু মেন্ডিস করেছিলেন ১০৪৯ রান।

দলের উইকেটরক্ষক হিসেবে আছেন স্মিথ। গত বছর তার ব্যাট থেকে আসে ৬৩৭ রান।

অলরাউন্ডার হিসেবে দলে আছেন কামিন্স ও জাদেজা। অধিনায়ক হিসেবে সেরা সাফল্যগুলো পাবার পাশাপাশি ৩৭ উইকেট ছাড়াও ৩০৬ রান করেছিলেন কামিন্স। গত বছর ব্যাট হাতে ৫২৭ রান করার পাশাপাশি বল হাতে ৪৮টি উইকেট নিয়েছেন জাদেজা।

২০২৪ সালে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন বুমরাহ। ১৩ ম্যাচে ১৪.৯২ গড়ে ৭১ উইকেট শিকার করেছিলেন তিনি।

আইসিসি বর্ষসেরা টেস্ট একাদশ : যশস্বী জয়সওয়াল (ভারত), বেন ডাকেট (ইংল্যান্ড), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), জো রুট (ইংল্যান্ড), হ্যারি ব্রুক (ইংল্যান্ড), কামিন্দু মেন্ডিস (শ্রীলংকা), জেমি স্মিথ (ইংল্যান্ড, উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা (ভারত), প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া, অধিনায়ক), ম্যাট হেনরি (নিউজিল্যান্ড), জসপ্রিত বুমরাহ (ভারত)।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০