অস্ট্রেলিয়া সিরিজে শ্রীলংকা টেস্ট দলে দুই নতুন মুখ

বাসস
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১৭:২৯

ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৫ (বাসস) : দুই নতুন মুখ নিয়ে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)। দলে নতুন দুই মুখ হিসেবে ডাক পেয়েছেন স্পিন অলরাউন্ডার সোনাল দিনুশা ও ব্যাটার লাহিরু উদারা।

সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে ব্যাট-বল হাতে দারুণ পারফরমেন্সের সুবাদে জাতীয় দলে সুযোগ পেয়েছেন দিনুশা। দলে তার অন্তর্ভুক্তিতে শ্রীলংকার স্পিন বিভাগ আরও শক্তিশালী হয়েছে। স্পিন আক্রমণে আরও আছেন- প্রবাথ জয়সুরিয়া, জেফরি ভান্ডারসে এবং নিশান পেইরিস।

৪৪টি প্রথম শ্রেণির ক্রিকেটে ৯৪ উইকেট ও ২২৮৫ রান করেছেন দিনুশা।

ওপেনার পাথুম নিশাঙ্কার ব্যাক-আপ হিসেবে দলে নেওয়া হয়েছে উদারাকে। কুঁচকির ইনজুরি থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি নিশাঙ্কা। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্স করেছেন উদারাও। প্রথম শ্রেণিতে ৯৭ ম্যাচে ১৩টি সেঞ্চুরি ও ৩৬টি হাফ-সেঞ্চুরিতে ৬৬৬৫ রান করেছেন ডান-হাতি এই ব্যাটার।

নিশাঙ্কার মত ইনজুরিতে ভুগছেন অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ঘরোয়া ক্রিকেটে খেলার সময় সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়েন তিনি।

দলে পেস আক্রমণে আছেন অসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো ও লাহিরু কুমারা। উইকেট বিবেচনায় তাদের মধ্যে দু’জন পেসার একাদশে জায়গা পাবেন। পেস অলরাউন্ডার হিসেবে দলে আছেন মিলান রথনায়েকে।

প্রথম পছন্দের উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে একাদশে সুযোগ প্রয়া নিশ্চিত কুশল মেন্ডিসের। তার ব্যাক-আপ হিসেবে থাকবেন সাদিরা সামারাবিক্রমা।

২৯ জানুয়ারি থেকে প্রথম এবং ৬ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে শ্রীলংকা ও অস্ট্রেলিয়া। দু’টি টেস্টের ভেন্যুই গল।

শ্রীলংকা দল : ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), দিমুথ করুণারত্নে, পাথুম নিশাঙ্কা, লাহিরু উদারা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, কুসল মেন্ডিস, ওশাদা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, সোনাল দিনুশা, প্রবাথ জয়সুরিয়া, জেফরি ভান্ডারসে, নিশান পেইরিস, আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা ও মিলান রত্নানায়েকে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাইলস্টোনের শিক্ষার্থী মাহতাবের কবর জিয়ারত বিএনপি নেতাদের
শফিউল বারীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও হুইলচেয়ার বিতরণ
শফিউল বারীর মৃত্যুবার্ষিকী কাল: স্মরণসভায় প্রধান অতিথি তারেক রহমান
জেডআরএফ-এর বোর্ড অফ ডাইরেক্টরসের সভা অনুষ্ঠিত
২৮ জুলাই: দেয়াল লিখন ও গ্রাফিতিতে জানানো হয় অগ্নিঝরা প্রতিবাদ
রাজধানীর ভাটারায় অপহৃত ফল ব্যবসায়ী উদ্ধার, গ্রেফতার ৫
সাম্প্রতিক দুর্ঘটনায় বিমান বাহিনী পরিচালিত কার্যক্রম
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে গেলেন প্রধান উপদেষ্টা
হত্যা মামলায় আশুলিয়া আওয়ামী লীগ নেতা মোতালেব বেপারী গ্রেফতার
শিক্ষকরাই সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারেন : এটিএম আজহারুল ইসলাম
১০