ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : বান্দরবানে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ আজ বিকেলে জেলার ঐতিহ্যবাহী স্থানীয় রাজার মাঠে অনুষ্ঠিত হয়েছে।
‘শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটি’ আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় জিটিএল-কালাঘাটা ও ফারুক টিম্বার্স ফুটবল একাদশ।
খেলার নির্ধারিত সময় গোলশূণ্য থাকায় ম্যাচটি ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে জিটিএল-কালাঘাটাকে ৩-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফারুক টিম্বার্স ফুটবল একাদশ।
খেলা শেষে বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব, সাবেক পৌর মেয়র ও বান্দরবান জেলা ফুটবল এসোসিয়েশনের (ডিএফএ) সভাপতি মো. জাবেদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির উপজাতি বিষয়ক সম্পাদক মাম্যাচিং।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা লুসাইমং মারমা, বান্দরবান জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) সদস্য জসিম উদ্দিন তুষার, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক শহিদুল ইসলাম, বিএনপি নেতা রিটল বিশ্বাস, শাহাদাত হোসেন, চনুমং মার্মা, রফিকুল ইসলাম, নাছিরুল আলম প্রমুখ।
টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করে।