বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে থাকছেন জেসি

বাসস
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১৯:০১

ঢাকা, ২০ আগস্ট, ২০২৫ (বাসস) : নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজে ম্যাচ অফিসিয়াল হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি। এই সিরিজের জন্য আজ ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ নারী জাতীয় দলের সাবেক ক্রিকেটার জেসি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত তিনটি ম্যাচেই ম্যাচ অফিসিয়াল হিসেবে কাজ করবেন। 

প্রথম ও তৃতীয় টি২০ ম্যাচে জেসি চতুর্থ আম্পায়ার এবং দ্বিতীয় ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন জেসি। 

বিসিবি প্রকাশিত ম্যাচ অফিসিয়ালের তালিকা অনুযায়ী নিয়ামুর রশীদ রাহুল ম্যাচ রেফারি এবং মোরশেদ আলি খান, তানভির আহমেদ ও মাসুদুর রহমান মুকুল তিন ম্যাচে আম্পয়ারের দায়িত্ব পালন করবেন। 

আগামী ২৬ আগস্ট নেদারল্যান্ডস বাংলাদেশ সফরে আসবে। সিরিজের তিনটি ম্যাচ যথাক্রমে ৩০ আগস্ট, ১ ও ৩ সেপ্টেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই সিরিজের পরপরই বাংলাদেশ দল এশিয়া কাপের জন্য সংযুক্ত আরব আমিরাত সফরে যাবে। 

আগামী মাসে ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠিতব্য নারী ওয়ানডে বিশ্বকাপে জেসির আম্পয়ার হিসেবে দায়িত্ব পালন করার কথা রয়েছে। বিশ্বকাপের যাবার আগে ঘরের মাঠে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচের অভিজ্ঞতা জেসির জন্য একটি বড় সুযোগ হয়ে দেখা দিয়েছে। 

গত বছর এপ্রিলে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচটিতে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন জেসি। ২০২৪ সালের জুলাইয়ে নারী এশিয়া কাপ টি২০তেও তিনি আম্পায়ার হিসেবে কাজ করেছেন। ডিসেম্বরে মালয়েশিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ টি২০ টুর্ণামেন্টে জেসিকে আম্পয়ারের ভূমিকায় দেখা গেছে। বাংলাদেশ থেকে একমাত্র আম্পায়ার হিসেবে জেসি এই টুর্নামেন্টে কাজ করার সুযোগ পেয়েছিলেন। 

আম্পায়ার হিসেবে ক্যারিয়ার শুরু করার আগে বাংলাদেশের হয়ে দুটি ওয়ানডে ও একটি টি২০ ম্যাচ খেলেছেন জেসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
বাংলাদেশকে ১৯১ রানের টার্গেট দিল আফগানিস্তান
তখন তো জানতাম না আমাকের বর্ডার ক্রস করানো হচ্ছে : সালাহউদ্দিন আহমদ 
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার : নৌ-পরিবহন উপদেষ্টা
ট্রাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ডিএমপির ২,৫৮৬ মামলা 
সরকার সকল ধর্ম ও সম্প্রদায়ের প্রতি সমান শ্রদ্ধাশীল : পার্বত্য উপদেষ্টা 
১০