বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে থাকছেন জেসি

বাসস
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১৯:০১

ঢাকা, ২০ আগস্ট, ২০২৫ (বাসস) : নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজে ম্যাচ অফিসিয়াল হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি। এই সিরিজের জন্য আজ ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ নারী জাতীয় দলের সাবেক ক্রিকেটার জেসি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত তিনটি ম্যাচেই ম্যাচ অফিসিয়াল হিসেবে কাজ করবেন। 

প্রথম ও তৃতীয় টি২০ ম্যাচে জেসি চতুর্থ আম্পায়ার এবং দ্বিতীয় ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন জেসি। 

বিসিবি প্রকাশিত ম্যাচ অফিসিয়ালের তালিকা অনুযায়ী নিয়ামুর রশীদ রাহুল ম্যাচ রেফারি এবং মোরশেদ আলি খান, তানভির আহমেদ ও মাসুদুর রহমান মুকুল তিন ম্যাচে আম্পয়ারের দায়িত্ব পালন করবেন। 

আগামী ২৬ আগস্ট নেদারল্যান্ডস বাংলাদেশ সফরে আসবে। সিরিজের তিনটি ম্যাচ যথাক্রমে ৩০ আগস্ট, ১ ও ৩ সেপ্টেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই সিরিজের পরপরই বাংলাদেশ দল এশিয়া কাপের জন্য সংযুক্ত আরব আমিরাত সফরে যাবে। 

আগামী মাসে ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠিতব্য নারী ওয়ানডে বিশ্বকাপে জেসির আম্পয়ার হিসেবে দায়িত্ব পালন করার কথা রয়েছে। বিশ্বকাপের যাবার আগে ঘরের মাঠে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচের অভিজ্ঞতা জেসির জন্য একটি বড় সুযোগ হয়ে দেখা দিয়েছে। 

গত বছর এপ্রিলে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচটিতে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন জেসি। ২০২৪ সালের জুলাইয়ে নারী এশিয়া কাপ টি২০তেও তিনি আম্পায়ার হিসেবে কাজ করেছেন। ডিসেম্বরে মালয়েশিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ টি২০ টুর্ণামেন্টে জেসিকে আম্পয়ারের ভূমিকায় দেখা গেছে। বাংলাদেশ থেকে একমাত্র আম্পায়ার হিসেবে জেসি এই টুর্নামেন্টে কাজ করার সুযোগ পেয়েছিলেন। 

আম্পায়ার হিসেবে ক্যারিয়ার শুরু করার আগে বাংলাদেশের হয়ে দুটি ওয়ানডে ও একটি টি২০ ম্যাচ খেলেছেন জেসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ছয় মাসের মধ্যে ন্যাশনাল ডেটা সেন্টার ও ডিজাস্টার রিকভারি সেন্টার সম্প্রসারণ হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
বিশ্ব মশা দিবসে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠান করেছে ডিএনসিসি
ডাকসুর ২৮ পদে ৫০৯টি ও হল সংসদে ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা
রংপুরে দ্রুত বিভাগীয় স্টেডিয়ামের কাজ শুরু হবে: যুব ও ক্রীড়া উপদেষ্টা
বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে 
রাজবাড়ী সদর হাসপাতাল ও কুমিল্লায় দুদকের অভিযান
নির্বাচনে ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগসহ ৯ দফা প্রস্তাব এবি পার্টির
জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে বিএনপি
হবিগঞ্জে বিজিবির অভিযান : সোয়া ১ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ
পিরোজপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত
১০