ঢাকা, ২১ আগস্ট ২০২৫ (বাসস) : প্রথমবারের মত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলবেন পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।
চলমান সিপিএলের সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে খেলবেন রিজওয়ান। আফগানিস্তানের পেসার ফজলহক ফারুকির বদলি হিসেবে সিপিএলের দুই বারের চ্যাম্পিয়ন সেন্ট কিটসের হয়ে মাঠে নামবেন তিনি।
আগামী ২৯ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের সাথে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান। ঐ সিরিজে খেলতে দলের সাথে যোগ দিতে সিপিএল ছাড়ছেন ফারুকি।
সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস দলে আরও আছেন পাকিস্তানের দুই পেসার নাসিম শাহ ও আব্বাস আফ্রিদি। এছাড়াও চলমান সিপিএলে খেলছেন ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির ও সালমান ইরশাদ।
অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলার সম্ভাবনা আছে লেগ স্পিনার উসামা মিরের।
টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও পর্যন্ত ২৮৬ ম্যাচ খেলে ৩টি শতক ও ৬৯টি হাফ-সেঞ্চুরিতে ৮৪২১ রান করেছেন রিজওয়ান।
ছয় দলের টুর্নামেন্টে চলতি আসরে ৪ ম্যাচ খেলে ১টি জয় ও ৩ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে সেন্ট কিটস।