ঢাকা, ২১ আগস্ট ২০২৫ (বাসস) : দুই অভিজ্ঞ অলরাউন্ডার বাস ডি লিডে ও রুলফ ভ্যান ডার মারউইকে ছাড়া বাংলাদেশ সফরে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস।
দলে ফিরেছেন বিক্রমজিৎ সিং, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ফ্রেড ক্লাসেন, টিম প্রিঙ্গেল। এরধ্যে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের নেদারল্যান্ডস দলের সদস্য ছিলেন বিক্রমজিত, ক্লাসেন ও প্রিঙ্গেল।
স্কট এডওয়ার্ডসের নেতৃত্বাধীন নেদারল্যান্ডস দলে আছেন ওপেনার ম্যাক্স ও’দাউদ, পেসার পল ভ্যান মিকারেন, দুই পেসার রায়ান ক্লেইন, কাইল ক্লেইন ও অফ স্পিনার আরিয়ান দত্ত।
গত মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাই পর্বের ফাইনালে নেপালকে হারিয়ে শিরোপা জিতে নেদারল্যান্ডস।
ঐ টুর্নামেন্টে ৪ ম্যাচে ব্যাট হাতে ২০৪ রান করেন নেদারল্যান্ডসের শিরোপা জয়ে বড় অবদান রাখেন ও’দাউদ। বল হাতে সফল ছিলেন কাইল ক্লেইন। ৭ উইকেট নিয়েছিলেন তিনি।
এখন পর্যন্ত নেদারল্যান্ডসের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। এরমধ্যে টাইগাররা ৪টিতে জিতেছে ও ১টিতে হেরেছে। সর্বশেষ গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা হয়েছিল দু’দলের। ঐ ম্যাচে ২৫ রানে জয় পেয়েছিল বাংলাদেশ।
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয়বারের মত দ্বিপাক্ষীক সিরিজ খেলবে নেদারল্যান্ডস। এর আগে ২০১২ সালে ঘরের মাঠে টাইগারদের বিপক্ষে সিরিজ খেলেছিল ডাচরা। ২ ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল দু’দল।
দ্বিপাক্ষীক সিরিজ খেলতে এই প্রথম আগামী ২৬ আগস্ট বাংলাদেশে আসবে নেদারল্যান্ডস। ৩০ আগস্ট, ১ ও ৩ সেপ্টেম্বর ডাচদের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো খেলবে বাংলাদেশ।
নেদারল্যান্ডস দল : স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাক্স ও’দাউদ, বিক্রমজিৎ সিং, অনিল নিদামানুরু, নোয়া ক্রস, সাকিব জুলফিকার, রায়ান ক্লেইন, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকিরেন, শারিজ আহমদ, বেন ফ্লেচার, টিম প্রিঙ্গেল, ফ্রেড ক্লাসেন এবং ড্যানিয়েল ডোরাম।