দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক সেশেলস নেচার ট্রেইল দৌড় প্রতিযোগিতা

বাসস
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১৫:২৮

ঢাকা, ২২ আগস্ট, ২০২৫ (বাসস) : সেশেলসে আগামী শনিবার (২৩ আগস্ট) দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সেশেলস নেচার ট্রেইল দৌড় প্রতিযোগিতা।

২০২৩ সালে প্রথমবারের আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ার পর এ ইভেন্ট স্থানীয় ও আন্তর্জাতিক দৌড়বিদদের কাছে একটি গুরুত্বপূর্ণ ক্রীড়া আসরে পরিণত হয়েছে।

আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ট্যুরিজম সেশেলসের উদ্যোগে এবং সেশেলস ন্যাশনাল পার্কস অ্যান্ড গার্ডেনস অথরিটি (এসপিজিএ), সেশেলস ডিফেন্স ফোর্সেস (এসডিএফ), গ্র্যান্ড আন্স মাহে জেলা প্রশাসন, ইলপ স্পোর্ট ও ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল (এনএসসি)সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।

এবারের আসরে ১৬টি দেশের ১৬৯ জন দৌড়বিদ অংশ নেবেন। এর মধ্যে ১১৭ জন স্থানীয় এবং দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, মরিশাস, রিইউনিয়ন দ্বীপ, ফ্রান্স, জার্মানি, বাংলাদেশ, স্পেন, অস্ট্রিয়া, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ইতালি, রাশিয়া ও সুইজারল্যান্ড থেকে ৫২ জন আন্তর্জাতিক প্রতিযোগী রয়েছেন।

২২ কিলোমিটার দীর্ঘ ট্রেইল দৌড়টি মাহে দ্বীপের মর্নে সেশেলোয়া ন্যাশনাল পার্ক হয়ে যাবে। 

রুটটি শুরু হবে কনস্ট্যান্স এফেলিয়া হোটেল থেকে এবং শেষ হবে গ্র্যান্ড আন্স মাহে স্টেডিয়ামে। উপকূল, বন, পাহাড়ি পথ ও নদী অতিক্রম করে প্রতিযোগীদের ১ হাজার ২১০ মিটার উচ্চতার চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

প্রতিযোগিতা শেষে গ্র্যান্ড আন্স মাহে স্টেডিয়ামে আয়োজিত ফ্যামিলি ফান ডে-তে দর্শনার্থী ও অংশগ্রহণকারীরা উপভোগ করতে পারবেন ক্রেওল খাবার, সাংস্কৃতিক পরিবেশনা, হস্তশিল্প ও বিনোদনমূলক আয়োজন।

অনুষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে কনস্ট্যান্স এফেলিয়া সেশেলস, নুভোবাঙ্ক, কেবল অ্যান্ড ওয়্যারলেস, স্কাইশেফ, ভ্যাল রিশ, এসসিওবিএ, পাসকুয়াল ও রেইডলাইট।

ট্যুরিজম সেশেলসের ডেস্টিনেশন মার্কেটিংয়ের মহাপরিচালক বার্নাডেট উইলেমিন বলেন, ‘সেশেলস নেচার ট্রেইল কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি আমাদের সম্প্রদায়, প্রকৃতি, সংস্কৃতি ও স্থানীয় অর্থনীতিকে একসূত্রে গেঁথে দেওয়ার একটি উদ্যোগ। এই আয়োজন আন্তর্জাতিক পর্যায়ে সেশেলসকে নতুনভাবে তুলে ধরছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
বাংলাদেশকে ১৯১ রানের টার্গেট দিল আফগানিস্তান
তখন তো জানতাম না আমাকের বর্ডার ক্রস করানো হচ্ছে : সালাহউদ্দিন আহমদ 
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার : নৌ-পরিবহন উপদেষ্টা
ট্রাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ডিএমপির ২,৫৮৬ মামলা 
সরকার সকল ধর্ম ও সম্প্রদায়ের প্রতি সমান শ্রদ্ধাশীল : পার্বত্য উপদেষ্টা 
১০