দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক সেশেলস নেচার ট্রেইল দৌড় প্রতিযোগিতা

বাসস
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১৫:২৮

ঢাকা, ২২ আগস্ট, ২০২৫ (বাসস) : সেশেলসে আগামী শনিবার (২৩ আগস্ট) দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সেশেলস নেচার ট্রেইল দৌড় প্রতিযোগিতা।

২০২৩ সালে প্রথমবারের আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ার পর এ ইভেন্ট স্থানীয় ও আন্তর্জাতিক দৌড়বিদদের কাছে একটি গুরুত্বপূর্ণ ক্রীড়া আসরে পরিণত হয়েছে।

আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ট্যুরিজম সেশেলসের উদ্যোগে এবং সেশেলস ন্যাশনাল পার্কস অ্যান্ড গার্ডেনস অথরিটি (এসপিজিএ), সেশেলস ডিফেন্স ফোর্সেস (এসডিএফ), গ্র্যান্ড আন্স মাহে জেলা প্রশাসন, ইলপ স্পোর্ট ও ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল (এনএসসি)সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।

এবারের আসরে ১৬টি দেশের ১৬৯ জন দৌড়বিদ অংশ নেবেন। এর মধ্যে ১১৭ জন স্থানীয় এবং দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, মরিশাস, রিইউনিয়ন দ্বীপ, ফ্রান্স, জার্মানি, বাংলাদেশ, স্পেন, অস্ট্রিয়া, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ইতালি, রাশিয়া ও সুইজারল্যান্ড থেকে ৫২ জন আন্তর্জাতিক প্রতিযোগী রয়েছেন।

২২ কিলোমিটার দীর্ঘ ট্রেইল দৌড়টি মাহে দ্বীপের মর্নে সেশেলোয়া ন্যাশনাল পার্ক হয়ে যাবে। 

রুটটি শুরু হবে কনস্ট্যান্স এফেলিয়া হোটেল থেকে এবং শেষ হবে গ্র্যান্ড আন্স মাহে স্টেডিয়ামে। উপকূল, বন, পাহাড়ি পথ ও নদী অতিক্রম করে প্রতিযোগীদের ১ হাজার ২১০ মিটার উচ্চতার চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

প্রতিযোগিতা শেষে গ্র্যান্ড আন্স মাহে স্টেডিয়ামে আয়োজিত ফ্যামিলি ফান ডে-তে দর্শনার্থী ও অংশগ্রহণকারীরা উপভোগ করতে পারবেন ক্রেওল খাবার, সাংস্কৃতিক পরিবেশনা, হস্তশিল্প ও বিনোদনমূলক আয়োজন।

অনুষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে কনস্ট্যান্স এফেলিয়া সেশেলস, নুভোবাঙ্ক, কেবল অ্যান্ড ওয়্যারলেস, স্কাইশেফ, ভ্যাল রিশ, এসসিওবিএ, পাসকুয়াল ও রেইডলাইট।

ট্যুরিজম সেশেলসের ডেস্টিনেশন মার্কেটিংয়ের মহাপরিচালক বার্নাডেট উইলেমিন বলেন, ‘সেশেলস নেচার ট্রেইল কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি আমাদের সম্প্রদায়, প্রকৃতি, সংস্কৃতি ও স্থানীয় অর্থনীতিকে একসূত্রে গেঁথে দেওয়ার একটি উদ্যোগ। এই আয়োজন আন্তর্জাতিক পর্যায়ে সেশেলসকে নতুনভাবে তুলে ধরছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেফতার
গুম হওয়া পরিবারের পাশে থাকবে বিএনপি: ফখরুল
ব্রাহ্মণবাড়িয়ায় গরু বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় নিহত মাজেদা, কাটা পড়লো গরুটিও
নারী বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচের ভেন্যু পরিবর্তন
সুনামগঞ্জের সাচনা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি নাদের বিশ্বাস গ্রেফতার
রংপুর অঞ্চলে কৃষকদের কাছে লাভজনক হয়ে উঠছে চীনাবাদাম চাষ
ভারতের কাছে হার বাংলাদেশের
বাংলাদেশকে বাঁচাতে হলে পরিবেশ রক্ষা করতে হবে : ড. মঈন খান
দ্বিতীয় পর্বে জয় পেয়েছে ঢাকা-পঞ্চগড়-গোপালগঞ্জ ও জামালপুর
১০