ঢাকা, ২২ আগস্ট ২০২৫ (বাসস) : ২০২৯ সাল পর্যন্ত ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে থাকছেন ডিফেন্ডার রুবেন দিয়াস।
২০২০ সালে পর্তুগিজ ক্লাব বেনফিকা ছেড়ে ৬ কোটি ২০ লাখ পাউন্ডে ম্যান সিটিতে যোগ দেন দিয়াস। প্রাথমিকভাবে দলটির সাথে তার চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সাল পর্যন্ত। তবে সেটা শেষ না হওয়ার আগেই চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়িয়েছেন দিয়াস।
ম্যান সিটির হয়ে গত পাঁচ বছরে চারটি লিগ শিরোপা, চ্যাম্পিয়ন্স লীগ এবং এফএ কাপ জিতেছেন দিয়াস। তাই ম্যান সিটির হয়ে নতুন চুক্তিতে উচ্ছ্বসিত তিনি, ‘আমি আজ অবিশ্বাস্যভাবে খুশি। আমি ম্যানচেস্টারকে ভালোবাসি। এটি এখন আমার বাড়ি। আমি ম্যানচেস্টার সিটির ভক্তদের ভালোবাসি।’
তিনি আরও বলেন, ‘এই ক্লাবের হয়ে জয় করা ট্রফি এবং এখানে খেলা ফুটবল সম্পর্কে চিন্তা করলে আমি অন্য কোথাও খেলার কথা কল্পনাও করতে পারি না।’
২০২০-২১ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা এবং ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন দিয়াস।
ম্যান সিটির হয়ে এখন পর্যন্ত ২২৩টি ম্যাচ খেলেছেন ২৮ বছর বয়সী দিয়াস।