অ্যাথলেটিক্সের প্রথম দিনে দু’টি নতুন জাতীয় রেকর্ড

বাসস
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ২০:২৬

ঢাকা, ২২ আগস্ট ২০২৫ (বাসস) : জাতীয় স্টেডিয়ামে আজ শুরু হওয়া ১৭তম জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতার প্রথম দিনে দু’টি নতুন জাতীয় রেকর্ড হয়েছে।

পুরুষদের ডিসকাস থ্রোতে ৪৬.৯৪ মিটার দূরত্ব অতিক্রম করে নতুন জাতীয় রেকর্ডের জন্ম দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর আব্দুল আলিম। এর আগের রেকর্ডটি ছিল আলিমের সতীর্থ আজহারুল ইসলামের। ২০১০ সালে ৪৪.৯৮ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন আজহারুল।

নারীদের শটপুট ইভেন্টে ১৩.৯১ মিটার দূরত্ব অতিক্রম করে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর জান্নাত বেগম। এতে ভেঙ্গে গেছে বাংলাদেশ নৌবাহিনীর জাকিয়া আক্তারের ১৩.৫২ মিটারের রেকর্ড।

এদিকে, ১০.৬৪ সেকেন্ড সময় নিয়ে ১শ মিটার স্প্রিন্টে দ্রুততম মানব হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর ইমরানুর রহমান। 

দ্রুততম মানবী হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর সুমাইয়া দেওয়ান। তিনি সময় নিয়েছেন ১২.১৯ সেকেন্ড। 

সন্ধ্যা পর্যন্ত মোট এগারোটি ইভেন্টের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। সাতটি স্বর্ণ, ছয়টি করে রৌপ্য এবং ব্রোঞ্জ পদকসহ ১৯টি পদক জিতে শীর্ষে আছে বাংলাদেশ সেনাবাহিনী।

বাংলাদেশ নৌবাহিনী পাঁচটি স্বর্ণ, ছয়টি রৌপ্য এবং তিনটি ব্রোঞ্জ নিয়ে ১৪টি পদক জিতে দ্বিতীয় স্থানে আছে।
একটি করে ব্রোঞ্জ জিতে যৌথভাবে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ পুলিশ।

এর আগে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন দিনের এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
বাংলাদেশকে ১৯১ রানের টার্গেট দিল আফগানিস্তান
তখন তো জানতাম না আমাকের বর্ডার ক্রস করানো হচ্ছে : সালাহউদ্দিন আহমদ 
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার : নৌ-পরিবহন উপদেষ্টা
ট্রাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ডিএমপির ২,৫৮৬ মামলা 
সরকার সকল ধর্ম ও সম্প্রদায়ের প্রতি সমান শ্রদ্ধাশীল : পার্বত্য উপদেষ্টা 
১০