ঢাকা, ২৩ আগস্ট, ২০২৫ (বাসস) : ওয়ানডেতে তৃতীয়বারের মত বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের সুযোগ পেয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। প্রথম দুই ম্যাচ জিতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে ইতোমধ্যে তিন ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করেছে প্রোটিয়ারা। আগামীকাল অসিদের হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা। এর আগে, ২০১৬ সালে পাঁচ ম্যাচের এবং ২০২০ সালে তিন ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করেছিল প্রোটিয়ারা। হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে শেষ ম্যাচে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার ম্যাকাইতে সিরিজের তৃতীয় ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়।
কেয়ার্নসে সিরিজের প্রথম ম্যাচে স্পিনার কেশব মহারাজের ঘূর্ণিতে অস্ট্রেলিয়াকে ৯৮ রানে হারায় দক্ষিণ আফ্রিকা। টস হেরে প্রথমে ব্যাট করা দক্ষিণ আফ্রিকার ২৯৬ রানের জবাবে ৪০.৫ ওভারে ১৯৮ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ১০ ওভারে ৩৩ রানে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন মহারাজ।
ম্যাকাইতে সিরিজের দ্বিতীয় ম্যাচে পেসার লুঙ্গি এনগিডির দুর্দান্ত বোলিংয়ে ৮৪ রানের জয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা পঞ্চম দ্বিপাক্ষীক সিরিজ জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। টস জিতে প্রথমে ব্যাট করে ২৭৭ রানে গুটিয়ে যাং প্রোটিয়ারা। ব্রিটস্কি সর্বোচ্চ ৮৮ ও ট্রিস্টান স্টাবস ৭৪ রান করেন।
সিরিজে সমতা ফেরাতে ২৭৮ রানের লক্ষ্যে ৭৪ বল থাকতে ১৯৩ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস। ৮.৪ ওভার বল করে ৪২ রানে ৫ উইকেট নেন এনগিডি।
সিরিজ জয় নিশ্চিত হয়ে যাওয়ায়, অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের জন্য মুখিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। দলের ভারপ্রাপ্ত অধিনায়ক আইডেন মার্করাম বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য ছিল সিরিজ জয়। সেই লক্ষ্য পূরণ হয়েছে। এবার আমাদের নতুন লক্ষ্য অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করা। পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত থাকলে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের ব্যাপারে আশাবাদী।’
জয় দিয়ে সিরিজ শেষ করে হোয়াইটওয়াশ এড়াতে মরিয়া অস্ট্রেলিয়া। এজন্য ব্যাটার ও বোলারদের কাছ থেকে ভাল পারফরমেন্স চান অসি অধিনায়ক মিচেল মার্শ, ‘আমরা প্রথম দুই ম্যাচে ব্যাটিং-বোলিং ভাল করতে পারিনি। ভালভাবে সিরিজ শেষ করতে হলে তৃতীয় ম্যাচে জ্বলে উঠতে হবে সবাইকে। ব্যাটারদের বড় ইনিংস খেলতে হবে এবং বোলারদের প্রতিপক্ষের ১০ উইকেট শিকার করতে হবে। আশা করছি শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়াতে পারব আমরা।’
ওয়ানডেতে সর্বশেষ ৮ ম্যাচের মধ্যে ৭টিতেই হেরেছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে অসিরা। এখন পর্যন্ত ১১২ বার মুখোমুখি হয়ে দক্ষিণ আফ্রিকার কাছে ৫৭ বার হেরেছে এবং ৫১ ম্যাচ জিতেছে। বাকী ৩ ম্যাচ টাই ও ১ ম্যাচ পরিত্যক্ত হয়।
অস্ট্রেলিয়া দল : মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, বেন ডোয়ার্শিস, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, অ্যারন হার্ডি, কুপার কনোলি, ম্যাট কুনেমান এবং এডাম জাম্পা।
দক্ষিণ আফ্রিকা দল : তেম্বা বাভুমা (অধিনায়ক), কর্বিন বোশ, ম্যাথু ব্রিটস্কি, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, টনি ডি জর্জি, আইডেন মার্করাম, সেনুরান মুথুসামি, কেশব মহারাজ, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিদি, কিউনা মাফাকা, লুহান-ডি প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস।