শেষ ম্যাচ হেরে বিদায় নিশ্চিত বাংলাদেশ ‘এ’ দলের

বাসস
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১৮:৩৪

ঢাকা, ২৩ আগস্ট, ২০২৫ (বাসস) : অস্ট্রেলিয়ার ডারউইনে চলমান টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের লিগ পর্ব থেকে বিদায় নিল বাংলাদেশ ‘এ’ দল। 

আজ লিগ পর্বে নিজেদের ষষ্ঠ ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার এডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। ফলে লিগে ৬ ম্যাচ খেলে ২ জয় ও ৪ হারে ৪ পয়েন্ট নিয়ে ১১ দলের টুর্নামেন্টে নবম স্থানে থেকে আসর শেষ করল বাংলাদেশ। এই জয়ে চতুর্থ ও শেষ দল হিসেবে সেমিফাইনালের টিকিট পেয়েছে এডিলেড। শেষ চারের অন্য তিন দল- যুক্তরাষ্ট্রের শিকাগো কিংসম্যান, পাকিস্তানের পাকিস্তান শাহিনস ও অস্ট্রেলিয়ার পার্থ র্স্কোচার্স একাডেমি।  

লিগে নিজেদের শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতলে সেমিফাইনালে খেলার সুযোগ ছিল বাংলাদেশের। সেই লক্ষ্যে ডারউইনে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪০ বলে ৪৮ রানের সূচনা করেন বাংলাদেশের দুই ওপেনার জিশান ও নাইম। 

২টি চারে ১৫ রান তুলে নাইম ফিরলে তিন নম্বরে নামা সাইফ হাসানের সাথে ৩৯ রানের জুটি গড়েন জিশান। নাইমের মত ১৫ রান করে আউট হন সাইফ। 

সাইফের পর সাজঘরের পথ ধরেন জিশানও। ৫টি চার ও ১টি ছক্কায় ৩৮ বলে ৫০ রান করেন জিশান। নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসে ৬ রানের বেশি করতে পারেননি অধিনায়ক নুরুল হাসান সোহান। 

১৬তম ওভারে ১০৫ রানে চতুর্থ উইকেট পতনের ব্যাট হাতে ঝড় তুলেন আফিফ হোসেন ও ইয়াসির আলি। শেষ ২৯ বলে অবিচ্ছিন্ন ৭০ রান যোগ করেন তারা। এতে ২০ ওভারে ৪ উইকেটে ১৭৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। 

৫ চার ও ৩ ছক্কায় ২৩ বলে ৪৯ রান তুলে অপরাজিত থাকেন আফিফ। ১টি করে চার-ছক্কায় ১৫ বলে অনবদ্য ২৫ রান করেন ইয়াসির। 

হান্নো জ্যাকবস ৩৩ রানে ৩ উইকেট নেন।

জবাবে এডিলেডেকে ৭৬ বলে ১২৩ রানের দারুণ শুরু এনে দেন দুই ওপেনার ম্যাকেঞ্জি হার্ভি ও জ্যাক উইন্টার। ৩৫ রান করা উইন্টারকে শিকার করে জুটি ভাঙ্গেন পেসার মৃত্যুঞ্জয় চৌধুরি। 

এরপর একই ওভারে জোড়া আঘাত হানেন স্পিনার সাইফ হাসান। এতে ১৪২ রানে ৩ উইকেট হারায় এডিলেড। কিন্তু চতুর্থ উইকেটে ৩৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে এডিলেডের জয় নিশ্চিত করেন হার্ভি ও হ্যারি মানেনতি। ১৫ চার ও ১ ছক্কায় ৫৩ বলে হার্ভি অপরাজিত ১০২ ও মানেনতি ১৪ বলে অনবদ্য ২৫ রান করেন। 

বাংলাদেশের সাইফ ২টি ও মৃত্যুঞ্জয় ১ উইকেট নেন। 

এবারের আসরে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে ৬ ইনিংসে সর্বোচ্চ ২০৮ রান করেছেন জিশান। বোলিংয়ে সর্বোচ্চ ১০ উইকেট নিয়েছেন স্পিনার রাকিবুল হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
বাংলাদেশকে ১৯১ রানের টার্গেট দিল আফগানিস্তান
তখন তো জানতাম না আমাকের বর্ডার ক্রস করানো হচ্ছে : সালাহউদ্দিন আহমদ 
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার : নৌ-পরিবহন উপদেষ্টা
ট্রাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ডিএমপির ২,৫৮৬ মামলা 
সরকার সকল ধর্ম ও সম্প্রদায়ের প্রতি সমান শ্রদ্ধাশীল : পার্বত্য উপদেষ্টা 
১০