ঢাকা, ২৩ আগস্ট, ২০২৫ (বাসস) : রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার সেমিফাইনালে কাল মুখোমুখি হবে বাংলাদেশ আনসার বনাম ঢাকা জেলা এবং বাংলাদেশ পুলিশ বনাম পঞ্চগড় জেলা।
পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রথম ম্যাচে আগামীকাল রোববার দুপুর ২:৩০ মিনিটে ক-গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসারের মুখোমুখি হবে ঘ-গ্রুপ চ্যাম্পিয়ন ঢাকা জেলা ক্রীড়া সংস্থা। এরপর একই দিনে বিকেল ৪:০০ টায় খ-গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশের মুখোমুখি হবে গ-গ্রুপ চ্যাম্পিয়ন পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা।
প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ আগস্ট।
জাতীয় নারী হ্যান্ডবলের পৃষ্ঠপোষকতা করছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।
প্রতিযোগিতার সকল খেলা https://www.facebook.com/bdhandball.official পেজ হতে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।