ইংল্যান্ড সিরিজে দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দলে ফিরলেন মহারাজ-মিলার

বাসস
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১৮:৫৭

ঢাকা, ২৩ আগস্ট, ২০২৫ (বাসস) : আগামী মাসে ইংল্যান্ড সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য পৃথক-পৃথক দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। টি-টোয়েন্টি দলে ফিরেছেন দুই অভিজ্ঞ খেলোয়াড় স্পিনার কেশব মহারাজ ও ব্যাটার ডেভিড মিলার। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়া কাগিসো রাবাদাকে রাখা হয়েছে দুই ফরম্যাটের দলেই।

দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বশেষ দুই টি-টোয়েন্টি সিরিজের দলে সুযোগ পাননি মহারাজ। জিম্বাবুয়ের মাটিতে ত্রিদেশীয় সিরিজ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দলের বাইরে ছিলেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৩৩ রানে ৫ উইকেট নিয়ে আইসিসি র‌্যাংকিংয়ে বোলারদের তালিকায় শীর্ষে উঠেন এই বাঁ-হাতি স্পিনার।

অস্ট্রেলিয়া সিরিজে দুই ম্যাচ খেলে ১ উইকেট নিয়েও দলে জায়গা ধরে রেখেছেন সেনুরান মুথুসামি। 

ইনজুরি থেকে সুস্থ হয়ে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলে ফিরেছেন দুই পেসার লিজাড উইলিয়ামস ও মার্কো জানসেন। 

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দ্য হান্ড্রেড নিয়ে ব্যস্ত থাকায় অস্ট্রেলিয়া সিরিজে খেলতে পারেননি মিলার। ইংল্যান্ড সিরিজ দিয়ে আবারও দলে ফিরছেন তিনি। 

অস্ট্রেলিয়া সিরিজের দল থেকে বাদ পড়েছেন রাসি ভ্যান ডান ডুসেন, জিওর্জি লিন্ডে ও এনকাবা পিটার। অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক ওয়ানেডেতে সন্দেহজনক বোলিং অ্যাকশনে অভিযুক্ত হওয়ায় দলে জায়গা হারিয়েছেন স্পিনার প্রেনেলান সুব্রায়েন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিরিজ খেলা ওয়ানডে দলটি ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকা। তেম্বা বাভুমার নেতৃত্বে একই দল নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে প্রোটিয়ারা। লিডসে ২ সেপ্টেম্বর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। কার্ডিফে ১০ সেপ্টেম্বর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। 

ইংল্যান্ড সফরে দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দল : তেম্বা বাভুমা (অধিনায়ক), কর্বিন বোশ, ম্যাথু ব্রিটস্কি, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, টনি ডি জর্জি, আইডেন মার্করাম, সেনুরান মুথুসামি, কেশব মহারাজ, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিদি, কিউনা মাফাকা, লুহান-ডি প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস। 

ইংল্যান্ড সফরে দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দল : আইডেন মার্করাম (অধিনায়ক), কর্বিন বোশ, ডেওয়াল্ড ব্রেভিস, ডোনোভান ফেরেইরা, মার্কো জানসেন, কেশব মহারাজ, কিউনা মাফাকা, ডেভিড মিলার, সেনুরান মুথুসামি, লুঙ্গি এনগিডি, লুহান-ডি প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস ও লিজাড উইলিয়ামস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০