সোহান-সাইফ ফেরায় বাংলাদেশ টি-টোয়েন্টি দল শক্তিশালী হয়েছে

বাসস
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১৯:৪০

ঢাকা, ২৩ আগস্ট ২০২৫ (বাসস) : গেল কয়েক বছর ধরে ধারাবাহিক পারফরমেন্সের সুবাদে নুরুল হাসান সোহান ও সাইফ হাসান আবারও টি-টোয়েন্টি দলে ফিরেছেন বলে জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু। 

গতকাল আসন্ন নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা করে গাজী আশরাফের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল।

নেদারল্যান্ডস সিরিজের দলে সুযোগ হয়নি অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের। এশিয়া কাপের দলে স্ট্যান্ডবাই তালিকায় আছেন তিনি। পারিবারিক কারণে বাদ পড়েছেন মিরাজ। 

আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের গাজী আশরাফ বলেন, ‘দুর্ভাগ্যবশত, আমাদের কাছে বিকল্প খেলোয়াড়ের ক্ষেত্রে খুব বেশি চ্যালেঞ্জ বা পারফরমার নেই।’

‘সোহানের খেলার ধরণের উপর আমাদের আত্মবিশ্বাস এবং আস্থা আছে। বিশেষ করে ৫ বা ৬ নম্বর পজিশনে। আমরা মনে করি, সে আমাদের খুবই ভাল পছন্দ। এই মুহূর্তে জাকের আলী অনিকের সেরা ব্যাক-আপ সোহান।’

আড়াই বছরেরও বেশি সময় আগে জাতীয় দলের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সোহান। দেশের জার্সিতে ২০২৩ সালের এশিয়ান গেমসে সর্বশেষ খেলেছেন সাইফ। 

বাংলাদেশের সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন নাইম শেখ। 

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে খেলতে বর্তমানে বাংলাদেশ ‘এ’ দলের সাথে অস্ট্রেলিয়া সফরে আছেন সোহান এবং সাইফ। এই সিরিজে ৬ ম্যাচ করে খেলে সাইফ ১২১.১০ স্ট্রাইক রেটে ১৩২ এবং নুরুল ১১৩.৮৬ স্ট্রাইক রেটে ১১৫ রান করেছেন। 

গত বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ১৩ ম্যাচে ১৩৮.৯৩ স্ট্রাইক রেটে ১৮২ রান এবং জুলাই মাসে গ্লোবাল সুপার লিগে (জিএসএল) একই দলের জার্সিতে ৫ ম্যাচে ৬৫ রান করেছিলেন সোহান।

গত বিপিএলে সোহানের সাথে একই দলে খেলেছিলেন সাইফ। ১৩ ম্যাচে ৩০৬ এবং জিএসএলে ৪ ম্যাচে ৮৪ রান করেছিলেন তিনি।

সোহানের মত সাইফকেও ব্যাক-আপ হিসেবে দলে রাখা হয়েছে বলে জানান গাজী আশরাফ। ব্যাটিং অর্ডারে সাইফ যেকোন পজিশনে ভাল বিকল্প উল্লেখ করে তিনি বলেন, ‘সে এক বা দুই ওভার বল করতে পারে। ৩ বা ৪ নম্বর পজিশনে ব্যাট করতে পারে এবং যদি আমাদের ওপেনারও দরকার হয়, তাহলে সেখানেও খেলতে পারে।’

তিনি আরও বলেন, ‘সাইফকে দলে নেওয়ার কারণ হল- আমরা এমন খেলোয়াড় খুঁজছি, যে বিভিন্ন জায়গায় অবদান রাখতে পারে।’

এখন পর্যন্ত ৭৫টি স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচে ১১ উইকেট নিয়েছেন অফ-স্পিনার সাইফ। ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট এবং লিস্ট ‘এ’-তেও কার্যকরী বোলিং বিকল্প সে।

এ বছরের জুলাইয়ে শ্রীলংকার বিপক্ষে সিরিজে দলে ফিরেছিলেন ওপেনার নাইম শেখ। এক ম্যাচ খেলে ২৯ বলে ৩২ রানের ইনিংস খেলেছিলেন তিনি। 

এরপর পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ খেলে সুবিধা করতে পারেননি নাইম। ৩ ও ১০ রান করে সমালোচনার মুখে পড়েন এই বাঁ-হাতি ব্যাটার। ফলে আবারও দল থেকে বাদ পড়লেন নাইম। এ ব্যাপারে প্রধান নির্বাচক বলেন, ‘দল থেকে কাউকে বাদ দেওয়ার আগে অনেক কিছুই চিন্তা করতে হয়। সামর্থ্যের কতটুকু করতে পারলেন বা তাকে যতটুকু সুযোগ দেওয়া হলো, সেটা যথেষ্ট কি না। আমাদের কাছে মনে হয়েছে নাইম কঠোর পরিশ্রম করেছে। যে ধরণের প্রতিশ্রুতি দেখিয়েছেন, তাতে আমরা অনেক আশাবাদী ছিলাম যে, নিজের জায়গা ধরে রাখতে পারবেন।’

নাইম যে নির্বাচকদের হতাশ করেছে সেটি স্পষ্ট গাজী আশরাফের কথায়, ‘নিজের জায়গা ধরে রাখতে পারলে তার ও দলের জন্য ভালো হত। দুর্ভাগ্যবশত পারেনি সে। টপ এন্ড টি২০ ক্রিকেটেও ভালো করতে পারেননি। আমার বিশ্বাস, নাইম জানে দলে জায়গা ফিরে পেতে হলে আরও উন্নতি করতে হবে।’

৩০ আগস্ট থেকে সিলেটের মাটিতে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ। এরপর ৯ সেপ্টেম্বর থেকে এশিয়া কাপ খেলতে নামবে টাইগাররা। এশিয়া কাপে ‘বি’ গ্রুপে শ্রীলংকা, আফগানিস্তান এবং হংকংয়ে বিপক্ষে খেলবে বাংলাদেশ। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে টাইগাররা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০