নারায়ণগঞ্জে ইনডোর স্টেডিয়াম করার ইচ্ছা আছে : বিসিবি সভাপতি

বাসস
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৮:০৬
ছবি : বাসস

নারায়ণগঞ্জ, ২৪ আগস্ট, ২০২৫ (বাসস) : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল শহীদ রিয়া গোপ স্টেডিয়াম দেখে বলেছেন, ফতুল্লা স্টেডিয়ামের  করুণ অবস্থা দেখে চোখে পানি চলে আসছে। অথচ এখানে অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হতো। নারায়ণগঞ্জে ইনডোর স্টেডিয়াম করার ইচ্ছা আছে। তাহলে ক্রিকেটাররা সবসময়েই খেলার মধ্যে থাকতে পারবে।

রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া কমপ্লেক্সে ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত ‘ক্রিকেট ডেভেলপমেন্ট এন্ড আইডিয়া’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিসিবি সভাপতি  বলেন, স্টেডিয়ামে আমাদের খেলোয়াড়দের আরও সুযোগ সুবিধা দরকার। এখানে ৩ টি উইকেট আছে, আমাদের পরিকল্পনা অন্তত ২০ টি উইকেট বানানো। এখন বার মাস খেলা হয়।

খেলোয়াড়দের সুযোগ সুবিধার পাশাপাশি কোচিং স্টাফদের উন্নয়ন করতে হবে। আগামী দিনের তামিম সাকিবরা এখান থেকেই উঠে আসবে।

আমিনুল ইসলাম বুলবুল আরো বলেন, ‘নারায়ণগঞ্জ আমাদের জন্য আইডল। এখানে ক্রিকেটের ইতিহাস বেশ বড়। আমি যখন ক্রিকেট খেলতাম, তখন নারায়ণগঞ্জের সাথে আমার সুসম্পর্ক ছিলো। এখানে বিভিন্ন লীগ অনুষ্ঠিত হতো। নারায়ণগঞ্জের বিভিন্ন ক্লাব থেকে খেলোয়াড় উঠে এসে ঢাকায় গিয়ে খেলতো। এখনো নারায়ণগঞ্জে ক্রিকেটের প্রতি যে আগ্রহ দেখলাম, তাতে আমি আনন্দিত।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হুসাইন, সিসিডিএম এর সিনিয়র সহ সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, কোয়াব নারায়ণগঞ্জ জেলার সভাপতি জাকারিয়া ইমতিয়াজ, সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাবিত আল হাসান, নূর জামাল হাসান, গোলাম গাউস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
বাংলাদেশকে ১৯১ রানের টার্গেট দিল আফগানিস্তান
তখন তো জানতাম না আমাকের বর্ডার ক্রস করানো হচ্ছে : সালাহউদ্দিন আহমদ 
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার : নৌ-পরিবহন উপদেষ্টা
ট্রাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ডিএমপির ২,৫৮৬ মামলা 
সরকার সকল ধর্ম ও সম্প্রদায়ের প্রতি সমান শ্রদ্ধাশীল : পার্বত্য উপদেষ্টা 
১০