ঢাকা, ২৪ আগস্ট ২০২৫ (বাসস) : পিঠের ইনজুরির কারনে আগামী এক বছরের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার ল্যান্স মরিস। এ বছরের শেষে এ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়া দলে তার সুযোগ পাওয়া অনেকটাই নিশ্চিত ছিল।
২৭ বছর বয়সী মরিস অস্ট্রেলিয়া দলে বেশ কয়েক বছর ধরেই যাওয়া-আসার মধ্যে রয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে তিনি অস্ট্রেলিয়া দলে ছিলেন। কিন্তু পিঠের ইনজুরিতে পড়ে শেষ মুহূর্তে তিনি দল থেকে বাদ পড়েন। পরবর্তীতে তার স্ক্যান রিপোর্টে হাড়ের সমস্যা ধরা পড়ে।
মরিস জানিয়েছেন তিনি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন। এ সম্পর্কে এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘আমি মনে অস্ত্রোপচারের মাধ্যমে আমি ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হতে পারবো। পার্থ স্কোরচার্স, পশ্চিম অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে ভবিষ্যতে আরো বহুদুর যেতে হলে এটাই সেরা সিদ্ধান্ত। অন্যান্য যে কয়জন খেলোয়াড় এই একই ধরনের সমস্যায় পড়েছিল তাদের কাছ থেকেও আমি আত্মবিশ্বাস পেয়েছি। তারা সেরা ভাবেই দলে ফিরে এসেছে। পুরো পুনর্বাসন প্রক্রিয়ায় আমি কঠোর পরিশ্রম করবো ও সঠিক সময়ে দলে ফিরে আসবো।’
ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে আগামী ১২ মাস অন্তত তাকে বিশ্রামে থাকতে হতে পারে। এতে করে এ্যাশেজে তার অভিষেকের অপেক্ষা আরো বাড়লো।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে প্যাট কামিন্স, মিচেল মার্শ, জস হ্যাজেলউড ও স্কট বোল্যান্ডের পর সম্ভাব্য পঞ্চম পেসার হিসেবে মরিসই সেরা পছন্দ হতে পারতেন।