নারী বিশ্বকাপের জন্য পাকিস্তান দল ঘোষণা

বাসস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১৯:১১ আপডেট: : ২৫ আগস্ট ২০২৫, ১৯:১৬

ঢাকা, ২৫ আগস্ট ২০২৫ (বাসস) : আসন্ন আইসিসি নারী বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলের অধিনায়ক মনোনীত হয়েছেন ফাতিমা সানা।

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ। এই একই দল আগামী ১৬-২২ সেপ্টেম্বর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তানকে প্রতিনিধিত্ব করবে। 

এর আগেও নারী বিশ্বকাপে খেলেছেন ফাতিমা সানা। কিন্তু বড় কোন টুর্ণামেন্টে এই প্রথমবারের মত অধিনায়কের দায়িত্ব পালন করতে যাচ্ছেন। 

২৩ বছর বয়সী ফাতিমা এ বছরের শুরুতে আইসিসি নারী বিশ্বকাপের বাছাইপর্বে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে পাকিস্তান বাছাইপর্বে শতভাগ জয় নিশ্চিত করে বিশ্বকাপের টিকেট পায়। 

পাকিস্তান গ্রুপ পর্বের সবকটি ম্যাচ কলম্বোর আর. প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলবে। শেষ চারে খেলার যোগ্যতা অর্জণ করলে ২৯ অক্টোবর সেমিফাইনাল ও ২ নভেম্বর ফাইনাল কলম্বোতে খেলবে পাকিস্তান। 

এবারের দলে ছয়জন খেলোয়াড়ের ওয়ানডে বিশ্বকাপে অভিষেক হতে যাচ্ছে। তারা হলেন নাটালিয়া পারভাইজ (৮টি ওয়ানডে ও ২৪টি টি২০), রামিন শামিম (৮টি ওয়ানডে, ১১টি টি২০), সাদাফ শামাস (১৫টি ওয়ানডে, ১২টি টি২০), সাদিয়া ইকবাল (২৭টি ওয়ানডে, ৫০টি টি২০), শাওয়াল জুলফিকার (৩টি ওয়ানডে, ৯টি টি২০) এবং সাইদা আরুব শাহ (২টি ওয়ানডে, ১৫টি টি২০)।

দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন ডান-হাতি ব্যাটার আয়ামান ফাতিমা। সম্প্রতি আয়ারল্যান্ডের বিপক্ষে টি২০’তে তার অভিষেক হয়েছে। 

২১ বছর বয়সী আরুব, ২০ বছর বয়সী শাওয়াল ও ২০ বছর বয়সী আয়মান ২০২৩ সালের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মত অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে পাকিস্তান দলে ছিলেন। 

বাছাইপর্বের দল থেকে দুটি পরিবর্তন করা হয়েছে। গুল ফিরোজা ও নাজিহা আলভির জায়গায় আয়মান ফাতিমা ও সাদাফ শামাস দলে ঢুকেছেন। 

পাঁচজনকে রাখা হয়েছে নন-ট্র্যাভেলিং রিজার্ভ খেলোয়াড় হিসেবে। ১৫ সদস্যের দলের সাথে রিজার্ভ সদস্য মিলে আগামী ২৯ আগস্ট থেকে ১৪ দিনের প্রাক-সিরিজ ক্যাম্পে অংশ নিবে। 

দলের প্রধান কোচ মুহাম্মদ ওয়াসিমের অধীনে পুরো দল নিবিড় অনুশীলনে থাকবে। এসময় তারা বেশ কিছু ৫০ ওভারের অনুশীলন ম্যাচও খেলবে। 

১৫ সদস্যের পাকিস্তান দল :

ফাতিমা সানা (অধিনায়ক), মুনিবা আলি সিদ্দিকি (সহ-অধিনায়ক), আলিয়া রিয়াজ, ডায়না বেগ, আয়মান ফাতিমা, নাশরা সুন্ধু, নাটালিয়া পারভাইজ, ওমাইমা সোহালি, রামিন শামিম, সাদাফ শামস, সাদিয়া ইকবাল, শাওয়াল জুলফিকার, সিদ্রা আমিন, সিদ্রা নাওয়াজ (উইকেটরক্ষক), সাইদা আরুব শাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
বাংলাদেশকে ১৯১ রানের টার্গেট দিল আফগানিস্তান
তখন তো জানতাম না আমাকের বর্ডার ক্রস করানো হচ্ছে : সালাহউদ্দিন আহমদ 
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার : নৌ-পরিবহন উপদেষ্টা
ট্রাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ডিএমপির ২,৫৮৬ মামলা 
সরকার সকল ধর্ম ও সম্প্রদায়ের প্রতি সমান শ্রদ্ধাশীল : পার্বত্য উপদেষ্টা 
১০