ঢাকা, ২৬ আগস্ট ২০২৫ (বাসস) : চিলি ও বলিভিয়ার বিপক্ষে আগামী মাসে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি নেইমার ও ভিনিসিয়াস জুনিয়রকে ছাড়াই দল ঘোষণা করেছেন। তবে অনেকদিন পর জাতীয় দলে ফিরেছেন লুকাস পাকুয়েটা।
জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে যোগ দেয়া ৩৩ বছর বয়সী নেইমার বারবার ইনজুরির কারনে দীর্ঘ প্রায় দুই বছর জাতীয় দলের জার্সি পরার সুযোগ পাননি।
দল ঘোষনা করতে গিয়ে নেইমার সম্পর্কে খুব একটা বিস্তারিত কিছু জানাননি আনচেলত্তি। সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে আনচেলত্তি বলেছেন, ‘গত সপ্তাহে নেইমারের সামান্য সমস্যা হয়েছে।’
ব্রাজিলিয়ান গণমাধ্যমের সূত্রমতে জানা গেছে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার অনুশীলনে উরুর সমস্যা অনুভব করেছেন। নেইমার এ পর্যন্ত জাতীয় দলের জার্সিতে ১২৮ ম্যাচে ৭৯ গোল করেছেন।
আগামী বছর যুক্তরাস্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের টিকেট ইতোমধ্যে নিশ্চিত করে ফেলেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। যে কারনে বাছাইপর্বে শেষ দুটি ম্যাচ নিয়ম রক্ষার ম্যাচে পরিনত হয়েছে।
আনচেলত্তি বলেন, ‘আমরা কখনই নেইমারকে ইচ্ছে করে বিশ্রাম দিতে চাইনা। সবাই তাকে চিনে। অন্যান্যদের মতই বিশ্বকাপে জাতীয় দলকে সর্বোচ্চ ভাবে সহযোগিতা করার জন্য তার সুস্থতা এই মুহূর্তে জরুরি।
এর আগে মার্চে কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচটিতে আনচেলত্তির পূর্বসূরী ডোরিভাল জুনিয়র নেইমারকে মূল দলেই খেলিয়েছেন। কিন্তু চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলের পরাজয়ের ম্যাচটিতে উরুর ইনজুরির কারনে তাকে মাঠ থেকে উঠিয়ে নিতে বাধ্য হন ডোরিভাল।
জুনে আনচেলত্তির অধীনে প্রথম ম্যাচে ইকুয়েডরের সাথে ব্রাজিল গোলশুন্য ড্র করলেও প্যারাগুয়েকে ১-০ গোলে পরাজিত করে। ভিনিসিয়াসের একমাত্র গোলে ব্রাজিল ২০২৬ বিশ্বকাপের টিকেট নিশ্চিত হয়।
আগামী অনুশীলন ক্যাম্পে রিয়াল মাদ্রিদের এই স্টাইকার অনুপস্থিত থাকবেন। ৫ সেপ্টেম্বর রিও ডি জেনিরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামের ম্যাচে তিনি নিষেধাজ্ঞার কারনে খেলতে পারবে না। ব্রাজিল জাতীয় দলের কোচিং স্টাফরা ৯ সেপ্টেম্বর বলিভিয়ার কন্ডিশন বিবেচনায় ভিনিকে না নেবার পক্ষে মত দিয়েছেন।
এদিকে গত মাসে প্রিমিয়ার লিগের স্বাধীন কমিশনের অভিযোগে বেটিংয়ের সাথে নিয়োজিত থাকার বিষয়টি থেকে ছাড়া পেয়েছেন পাকুয়েটা। ওয়েস্ট হ্যামের এই মিডফিল্ডার ২০২৪ সালের নভেম্বর থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন।
এছাড়া জুলাইয়ে চেলসিতে যোগ দেয়া হুয়াও পেড্রো পারফরমেন্স প্রমান করেই জাতীয় দলে ফিরেছেন।
২৩ বছর বয়সী এই সেন্টার ফরোয়ার্ড জুলাইয়ে ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত খেলেছেন। ফ্লামিনেন্সের বিপক্ষে সেমিফাইনালে দুটি গোলই তিনি করেছিলেন। এরপর পিএসজির বিপক্ষে ফাইনালে ৩-০ গোলে জয়ের ম্যাচটিতে তিনি প্রথম গোলটি করেন।
ব্রাজিল স্কোয়াড :
গোলরক্ষক : এ্যালিসন, বেনটো, হুগো সুজা
ডিফেন্ডার : আলেক্সান্দ্রো, এ্যালেক্স সান্দ্রো, কাইয়ো হেনরিক, ডগলাস সান্তোস, ফ্যাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল মাগালহেস, মারকুইনহোস, ভ্যান্ডারসন, ওয়েসলি
মিডফিল্ডার : আন্দ্রে সান্তোস, ব্রুনো গুইমারায়েস, ক্যাসেমিরো, জোয়েলিনটন, লুকাস পাকুয়েটা
ফরোয়ার্ড : এস্তেভাও, গ্যাব্রিয়েলে মার্টিনেলি, হুয়াও পেড্রো, কাইয়ো জর্জ, লুইস হেনরিক, ম্যাথিয়াস কুনহা, রাফিনহা, রিচার্লিসন।