ঢাকা, ২৭ আগস্ট, ২০২৫ (বাসস) : আরো এক মৌসুমের জন্য কোচ নিকো কোভাচের সাথে চুক্তি নবায়ন করেছে বরুসিয়া ডর্টমুন্ড। নতুন চুক্তি অনুযায়ী ২০২৭ সাল পর্যন্ত ডর্টমুন্ডে থাকবেন কোভাচ। ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
বায়ার্ন মিউনিখ, এইনট্র্যাক ফ্র্যাঙ্কফুর্ট ও মোনাকোর সাবেক বস কোভাচ ১৮ মাসের চুক্তিতে ডর্টমুন্ডে যোগ দিয়েছিলেন। এ বছরের শুরুতে কোভাচ যখন যোগ দেন তখন ডর্টমুন্ড বুন্দেসলিগা টেবিলের ১১তম স্থানে ছিল। এরপর ১৩তম স্থানেও নেমে যায়। কিন্তু ধীরে ধীরে কোভাচ দলের হাল ধরেন। পরিকল্পনায় অটল থেকে পুরো দলের উপর আস্থা রেখেছিলেন কোভাচ। তারই ফলশ্রুতিতে সম্ভাব্য ২৪ পয়েন্টের মধ্যে ২২ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের চতুর্থ স্থানে থেকে মৌসুম শেষ করে ডর্টমুন্ড। একইসাথে চ্যাম্পিয়ন্স লিগেও খেলার যোগ্যতা অর্জন করে।
এক বিবৃতিতে কোভাচ বলেছেন, ‘"সৎ পরিশ্রম, স্পষ্ট সিদ্ধান্ত এবং প্রবল উৎসাহের মাধ্যমে আমরা বরুসিয়া ডর্টমুন্ডকে আবারো পূর্বের শক্তিতে ফিরে যেতে সাহায্য করতে চাই। আমাদের এখনও একসাথে অনেক কিছু করার আছে।’
ডর্টমুন্ডের স্পোর্টিং ডিরেক্টর সেবাস্টিয়ান কেহল বলেছেন, ‘ কোভাক "প্রতিটি খেলায় দৃঢ় বিশ্বাস, তীব্রতা এবং আবেগের সাথে এগিয়ে যান। আমরা বিশ্বাস গত মৌসুমের সম্ভাবনার পথ পুরো দল ধরতে পেরেছি।’
২০১৮ সালে কোচ হিসেবে ফ্র্যাঙ্কফুর্টকে জার্মান কাপ উপহার দিয়েছিলেন কোভাচ। এটাই এখন পর্যন্ত তার সেরা সাফল্য। বায়ার্নে যোগ দিয়ে ২০১৮-১৯ মৌসুমে কোভাচ ঘরোয়া ডাবল জয়ের কৃতিত্ব দেখিয়েছেন। পরের মৌসুমেও বায়ার্নের আধিপত্র বজায় ছিল।
বার্লিনে জন্মগ্রহণকারী কোভাচ ক্রোয়েশিয়ার জাতীয় দলের হয়ে ৮৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৪টি গোল করেছেন। ক্যারিয়ারে তিনি বায়ার্ন, বায়ার লেভারকুসে ও হামবুর্গের হয়ে খেলেছেন।
সেন্ট পাওলির সাথে ৩-৩ গোলে ড্র দিয়ে বুন্দেসলিগা মৌসুম শুরু করেছে ডর্টমুন্ড।