ঢাকা, ২৮ আগস্ট ২০২৫ (বাসস) : বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য ফ্রান্স দল ঘোষণা করা হয়েছে। এবারের দলে বিবেচনা করা হয়নি ইন-ফর্ম স্ট্রাইকার হুগো একিটিকেকে। তবে কোচ দিদিয়ের দেশ্যম মোনাকোর উইঙ্গার মাগনেস আকলিওচেকে প্রথমবারের মত জাতীয় দলে অন্তর্ভূক্ত করেছেন।
এইনট্র্যাখ ফ্র্যাঙ্কফুর্ট থেকে গত মৌসুমের শেষে লিভারপুলে যোগ দেবার পর ইংলিশ চ্যাম্পিয়নদের জয়ে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন একিটিকে। ইতোমধ্যেই তিন ম্যাচে করেছেন তিন গোল। ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের হয়ে পাঁচ ম্যাচে পাঁচ গোল করলেও সিনিয়র দলে খেলার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে একিটিকেকে।
গতকাল দল ঘোষনা সময় প্যারিসে দেশ্যম বলেছেন, ‘ফ্র্যাঙ্কফুর্টে যখন সে ছিল তখন থেকেই আমরা তাকে অনুসরণ করছি। বাস্তবতা হচ্ছে এখন সে লিভারপুলে খেলে এবং এখনো দলকে সেরাটা দেবার অপেক্ষায় আছে। অবশ্যই তার ফ্রান্স দলে খেলার সম্ভাবনা আছে।’
২০১৮ বিশ্বকাপ জয়ী ও সর্বশেষ ২০২২ সালে রানার্স-আপ ফ্রান্স আগামী ৫ সেপ্টেম্বর ইউক্রেনের মাটিতে বাছাইপর্বের ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি হবে। এরপর ৯ সেপ্টেম্বর প্যারিসে আইসল্যান্ডকে আতিথ্য দিবে। গ্রুপ-ডি’র আরেক দল হচ্ছে আজারবাইজান। বাছাইপর্বে অন্য ম্যাচগুলো অক্টোবর ও নভেম্বর অনুষ্ঠিত হবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।
২৩ বছর বয়সী আকলিওচে বেশ কয়েকবার বয়সভিত্তিক দলে ডাক পেলেও এখনো জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে পারেননি। গত বছর প্যারিস অলিম্পিকে রৌপ্য পদক জয়ী থিয়েরি অঁরির দলে ছিলেন আকলিওচে।
এছাড়া দলে আরো সুযোগ পেয়েছেন লিঁও থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়া রায়ান ছেকরি। উয়েফা নেশন্স লিগ বিজয়ী সিনিয়র ফ্রান্স দলের সদস্য ছিলেন তিনি।
ক্লাব ফুটবল থেকে অনেকটাই হারিয়ে যাওয়া মার্সেইর অভিজ্ঞ মিডফিল্ডার আদ্রিয়েন রাবেয়ায়িতকে ধরে রাখা হয়েছে।
ফ্রান্স স্কোয়াড :
গোলরক্ষক : লুকাস শেভালিয়ার, মাইক মেইগনান,ব্রাইস সাম্বা
ডিফেন্ডার : লুকাস ডিগনে, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, জুলেস কুন্ডে, উইলিয়াম সালিবা, ডায়ট উপামেকানো
মিডফিল্ডার : ডিসায়ার ডুয়ে, মানু কোনে, আদ্রিয়েন রাবোয়িত, অরেলিয়েন টিচুয়ামেনি, খেপরেন থুরাম
ফরোয়ার্ড : মাগনেস আকলিওচে, ব্র্যাডলি বারকোলা, রায়ান চেকরি, ওসমানে ডেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে, মার্কোস থুরাম।