শ্রীলংকাকে হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান

বাসস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ২৩:২৮ আপডেট: : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০০:৫৮

ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : বোলার ও ব্যাটারদের দুর্দান্ত নৈপুন্যে এশিয়া কাপের ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান ক্রিকেট দল। আজ সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান ৫ উইকেটে হারিয়েছে শ্রীলংকাকে। সুপার ফোরে প্রথম জয়ে ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠল পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটে হেরেছিল সালমান-আফ্রিদিরা। 

টানা দ্বিতীয় হারে ফাইনালে খেলার পথ কঠিন হয়ে গেল শ্রীলংকার। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হেরেছিল লংকানরা।  

আবু ধাবিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে ৩ উইকেটে ৫৩ রান করে শ্রীলংকা। পাথুম নিশাঙ্কা ৮, কুশল মেন্ডিস শূন্য ও কুশল পেরেরা ১৫ রান করেন। দুই ওপেনার নিশাঙ্কা ও কুশল মেন্ডিসকে শিকার করেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। 

পাওয়ার প্লে শেষ হবার পরও উইকেট পতন ঠেকাতে পারেনি শ্রীলংকা। অষ্টম ওভারে জোড়া উইকেট পতনে চাপ আরও বাড়ে শ্রীলংকার। ৫৮ রানে পঞ্চম উইকেট হারায় তারা। ২টি চার ও ১টি ছক্কায় ইনিংস শুরু করে ২০ রানে থামেন অধিনায়ক চারিথ আসালঙ্কা। গোল্ডেন ডাক মারেন দাসুন শানাকা। 

ষষ্ঠ উইকেটে ২২ রানের জুটিতে উইকেট পতন ঠেকান কামিন্দু ও হাসারাঙ্গা ডি সিলভা। ১৩ বলে ১৫ রান করে থামেন হাসারাঙ্গা। 

দলীয় ৮০ রানে হাসারাঙ্গা ফেরার পর ৩৯ বলে ইনিংসে সর্বোচ্চ ৪৩ রানের জুটি গড়েন কামিন্দু ও চামিকা করুনারত্নে। ১৯তম ওভারে টি-টোয়েন্টিতে তৃতীয় হাফ-সেঞ্চুরির স্বাদ নেন কামিন্দু। হাফ-সেঞ্চুরি পেয়েই আফ্রিদির তৃতীয় শিকার হন ৩টি চার ও ২টি ছক্কায় ৪৪ বলে ৫০ রান করা কামিন্দু।

ইনিংসের শেষ পর্যন্ত খেলে শ্রীলংকাকে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৩ রানের সংগ্রহ এনে দেন চামিকা। ১৭ রানে অপরাজিত থাকেন তিনি। 

পাকিস্তানের আফ্রিদি ২৮ রানে ৩, হারিস রউফ ও হুসেন তালাত ২টি করে উইকেট নেন। 

জবাবে পাকিস্তানকে ৫ ওভারে ৪৩ রানের সূচনা এনে দেন দুই ওপেনার শাহিবজাদা ফারহান ও ফখর জামান। 

ষষ্ঠ ওভারে পাকিস্তানের দুই ওপেনারকে শিকার করেন শ্রীলংকার স্পিনার মহেশ থিকশানা। ফারহান ১টি চার ও ২টি ছক্কায় ১৫ বলে ২৪ এবং জামান ১৯ বলে ১৭ রান করেন। 

একই ওভারে দুই ওপেনারকে হারানোর ধাক্কা সামলে উঠার আগে, শ্রীলংকার আরেক স্পিনার হাসারাঙ্গা ডি সিলভার ঘূর্ণিতে জোড়া উইকেট হারায় পাকিস্তান। সাইম আইয়ুবকে ২ ও অধিনায়ক সালমান আঘাকে ৫ রানে বিদায় দেন হাসারাঙ্গা।  

উইকেটরক্ষক মোহাম্মদ হারিস ১৩ রানে আউট হলে ৮০ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। এ অবস্থায় শক্ত হাতে দলের হাল ধরেন তালাত ও মোহাম্মদ নাওয়াজ। ষষ্ঠ উইকেটে ৪১ বলে ৫৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে ২ ওভার বাকী থাকতে পাকিস্তানের জয় নিশ্চিত করেন তারা।

৪টি চারে তালাত ৩০ বলে ৩২ এবং ৩টি করে চার-ছক্কায় ২৪ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন নাওয়াজ। শ্রীলংকার থিকশানা ও হাসারাঙ্গা ২টি করে উইকেট নেন। 

সংক্ষিপ্ত স্কোর :

শ্রীলংকা : ১৩৩/৮, ২০ ওভার (কামিন্দু ৫০, করুণারত্নে ১৭*, আফ্রিদি ৩/২৮)। 

পাকিস্তান : ১৩৮/৫, ১৮ ওভার (নাওয়াজ ৩৮*, তালাত ৩২, থিকশানা ২/২৪)। 

ফল : পাকিস্তান ৫ উইকেটে জয়ী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের নির্বিঘ্নে এলডিসি উত্তরণে ডব্লিউটিওর পূর্ণ সমর্থন কামনা প্রধান উপদেষ্টার
ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
ইতালিতে চাকরির প্রলোভনে শত কোটি টাকার প্রতারণা : চক্রের মূলহোতা নারী গ্রেফতার
আহত ফায়ার ফাইটারদের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে আসছেন চিকিৎসক : স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা এয়ারপোর্টে ৭ হাজার ৫৮০ পিস ইয়াবাসহ মা-মেয়ে আটক
কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি দখলমুক্তকরণে দোকান উচ্ছেদের নির্দেশ
সৌদি আরবের গ্রান্ড মুফতির ইন্তেকালে জামায়াতের শোক
শারদীয় দুর্গোৎসবে গুজব রটনায় কঠোর ব্যবস্থা নেবে র‌্যাব : র‌্যাব মহাপরিচালক
ইশারা ভাষা দিবসে ডাকসুর মূকাভিনয় প্রদর্শনী ও কবিতা আবৃত্তি
বীর ফায়ার ফাইটার শামীম আহমেদ’র জানাজা সম্পন্ন
১০