ঢাকা, ২৮ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় ও শেষ অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গতরাতে কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ১ রানে হারিয়েছে স্বাগতিক শ্রীলংকাকে। দক্ষিণ আফ্রিকার সাথে বাংলাদেশের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।
শ্রীলংকার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে উইকেট হারায় বাংলাদেশ। ফারজানা হক ১ রান করেন। দ্বিতীয় উইকেটে ৯০ রানের জুটি গড়েন আরেক ওপেনার রুবায়া হায়দার ও শারমিন আকতার। রুবায়া ৩৩ রানে থামলেও হাফ-সেঞ্চুরির স্বাদ নেন শারমিন। ১০১ বল খেলে ৭টি চারে ৭১ রান করে থামেন তিনি।
মিডল অর্ডারে সোবহানা মোস্তারি ২, অধিনায়ক নিগার সুলতানা ২০ ও স্বর্ণা আকতার ১৩ রান করেন।
তবে শেষ দিকে সুমাইয়া আকতারের ৩৮ ও ফাহিমা খাতুনের অনবদ্য ২৬ রানের উপর ভর করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৪২ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
জবাবে ৮৬ রানে চতুর্থ উইকেট হারায় শ্রীলংকা। পঞ্চম উইকেটে ৯৮ রানের জুটিতে লড়াইয়ে ফিরে লংকানরা। ৪০ ওভার শেষে ৪ উইকেটে ১৮৪ রান তুলে তারা।
এরপর নিয়মিত বিরতিতে শ্রীলংকার উইকেট শিকার করে জয়ের স্বাদ পায় বাংলাদেশ। ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৪১ রান করে ম্যাচ হারে শ্রীলকা।
১০ ওভারে ২৮ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সফল বোলার বাঁ-হাতি স্পিনার নাহিদা আকতার। ৪৭তম ওভারের প্রথম দুই বলে উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন নাহিদা। এছাড়াও মারুফা আকতার ও ফাহিমা খাতুন ২টি করে উইকেট নেন।
আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। ২ অক্টোবর কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।