শ্রীলংকাকে ১ রানে হারাল বাংলাদেশ নারী দল

বাসস
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৩

ঢাকা, ২৮ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় ও শেষ অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গতরাতে কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ১ রানে হারিয়েছে স্বাগতিক শ্রীলংকাকে। দক্ষিণ আফ্রিকার সাথে বাংলাদেশের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচ  বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। 

শ্রীলংকার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে উইকেট হারায় বাংলাদেশ। ফারজানা হক ১ রান করেন। দ্বিতীয় উইকেটে ৯০ রানের জুটি গড়েন আরেক ওপেনার রুবায়া হায়দার ও শারমিন আকতার। রুবায়া ৩৩ রানে থামলেও হাফ-সেঞ্চুরির স্বাদ নেন শারমিন। ১০১ বল খেলে ৭টি চারে ৭১ রান করে থামেন তিনি।

মিডল অর্ডারে সোবহানা মোস্তারি ২, অধিনায়ক নিগার সুলতানা ২০ ও স্বর্ণা আকতার ১৩ রান করেন। 

তবে শেষ দিকে সুমাইয়া আকতারের ৩৮ ও ফাহিমা খাতুনের অনবদ্য ২৬ রানের উপর ভর করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৪২ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। 

জবাবে ৮৬ রানে চতুর্থ উইকেট হারায় শ্রীলংকা। পঞ্চম উইকেটে ৯৮ রানের জুটিতে লড়াইয়ে ফিরে লংকানরা। ৪০ ওভার শেষে ৪ উইকেটে ১৮৪ রান তুলে তারা। 

এরপর নিয়মিত বিরতিতে শ্রীলংকার উইকেট শিকার করে জয়ের স্বাদ পায় বাংলাদেশ। ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৪১ রান করে ম্যাচ হারে শ্রীলকা। 

১০ ওভারে ২৮ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সফল বোলার বাঁ-হাতি স্পিনার নাহিদা আকতার। ৪৭তম ওভারের প্রথম দুই বলে উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন নাহিদা। এছাড়াও মারুফা আকতার ও ফাহিমা খাতুন ২টি করে উইকেট নেন। 

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। ২ অক্টোবর কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মধ্যপ্রাচ্য আলোচনা নিয়ে ‘বিশেষ কিছু হওয়ার’ আভাস দিলেন ট্রাম্প
আইসিসির উদীয়মান খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের নিশি
ঢাবি উপাচার্যের সঙ্গে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপকের সাক্ষাৎ
নীলফামারীতে বিশ্ব নদী দিবস পালিত
খাগড়াছড়িতে তিন পাহাড়ি নিহতের ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না : স্বরাষ্ট্র মন্ত্রণালয়
চট্টগ্রামে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ভারত
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী দম্পতিসহ আটজনের বিরুদ্ধে দুদকের মামলা
‘আমরা ধ্বংস হয়ে যাব’: নিষেধাজ্ঞা পুনর্বহালে ইরানিদের উদ্বেগ
১৯০ কোটি টাকা আত্মসাত, ৭ ব্যাংক কর্মকর্তাসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা
১০