ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নেপালের ইতিহাস

বাসস
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৭ আপডেট: : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩২

ঢাকা, ২৮ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : টি-টোয়েন্টি ফরম্যাটে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করল নেপাল ক্রিকেট দল। 

গতরাতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নেপাল ১৯ রানে হারায় ওয়েস্ট ইন্ডিজকে। আইসিসির পূর্ণ সদস্য দলের বিপক্ষে যে কোন সংস্করণে এই প্রথম জয় পেল নেপাল। 

শারজহাতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১২ রানে ২ উইকেট হারায় নেপাল। শুরুর ধাক্কা সামাল দিয়ে নেপালকে চাপমুক্ত করেন অধিনায়ক রোহিত পৌডেল ও কুশাল মাল্লা।

তৃতীয় উইকেটে ৪৫ বলে ৫৮ রানের জুটি গড়েন তারা। রোহিত ৩৮ ও কুশাল ৩০ রানে আউট হন। 

এরপর গুলশান ঝার ২২ ও দীপেন্দ্র সিং আইরের ১৭ রানের সুবাদে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৮ রান করে নেপাল। 

ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার ২০ রানে ৪টি ও অভিষিক্ত অলরাউন্ডার নাভিন বিদাইসি ৩ উইকেট নেন। ইনিংসের ১৯তম ওভারেই হোল্ডার নেন ৩ উইকেট। 

জবাবে ৫৩ রানে ৪ উইকেট হারিয়ে শুরুতে ব্যাকফুটে চলে যায় ওয়েস্ট ইন্ডিজ। টপ অর্ডার ব্যাটারদের মত মিডল অর্ডারের ব্যাটাররাও ব্যর্থ হলে ৯৪ রানে সপ্তম উইকেট হারিয়ে হারের মুখে পড়ে ক্যারিবীয়রা। 

অষ্টম উইকেটে ১৩ বলে ২৭ রানের জুটিতে ওয়েস্ট ইন্ডিজের হার এড়াতে পারেননি ফ্যাবিয়ান অ্যালেন ও অধিনায়ক আকিল হোসেন। কিন্তু শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১২৯ রান পর্যন্ত যেতে পারে ক্যারিবীয়রা। 

দলের পক্ষে সর্বোচ্চ ২২ রান করেন বিদাইসি। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করে করেন আমির জাঙ্গু ও অ্যালেন। 

নেপালের কুশাল ভুর্তেল ২টি এবং অন্য পাঁচ বোলার ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন পৌডেল। 

আইসিসির পূর্ণ সদস্য দলের বিপক্ষে এই প্রথম দ্বিপক্ষীয় সিরিজ খেলতে নেমে শুরুতেই ১-০ ব্যবধানে এগিয়ে গেল নেপাল। ভারতের বিপক্ষে সিরিজ থাকায় দ্বিতীয় সারির দল নিয়ে খেলতে নেমে প্রথম ম্যাচে চার জনকে অভিষেক করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। 

আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে আবারও মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও নেপাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মধ্যপ্রাচ্য আলোচনা নিয়ে ‘বিশেষ কিছু হওয়ার’ আভাস দিলেন ট্রাম্প
আইসিসির উদীয়মান খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের নিশি
ঢাবি উপাচার্যের সঙ্গে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপকের সাক্ষাৎ
নীলফামারীতে বিশ্ব নদী দিবস পালিত
খাগড়াছড়িতে তিন পাহাড়ি নিহতের ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না : স্বরাষ্ট্র মন্ত্রণালয়
চট্টগ্রামে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ভারত
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী দম্পতিসহ আটজনের বিরুদ্ধে দুদকের মামলা
‘আমরা ধ্বংস হয়ে যাব’: নিষেধাজ্ঞা পুনর্বহালে ইরানিদের উদ্বেগ
১৯০ কোটি টাকা আত্মসাত, ৭ ব্যাংক কর্মকর্তাসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা
১০