ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ফেভারিট হিসেবে মাঠে নামবে ভারত

বাসস
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১৭:০৮

ঢাকা, ১ অক্টোবর ২০২৫ (বাসস) : আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ শুরু করতে যাচ্ছে ভারত। শুভমান গিলের নেতৃত্বে ঘরের মাঠের এই সিরিজে সুস্পষ্ট ফেভারিট হিসেবেই মাঠে নামবে ভারত। ইনজুরির কারনে ধুকতে থাকা ওয়েস্ট ইন্ডিজ শেষ পর্যন্ত কতটা প্রতিরোধ গড়তে পারে তা সময়ই বলে দিবে। 

গত এক বছর ধরেই পারফরমেন্সের গ্রাফ শুধু নীচের দিকেই নেমেছে ক্যারিবীয়দের। সম্প্রতি টেস্ট খেলুড়ে দেশের বাইরের দল নেপালের কাছে টি২০ সিরিজে হেরে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেছে উইন্ডিজ। 

টেস্ট ফর্মেটে এ বছর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে পরাজিত হয় ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ম্যাচে মাত্র ২৭ রানে তারা অল আউট হয়েছিল, যা টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। এই বিপর্যযয়ের পর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান কিশোর শ্যালো সাবেক তারকাদের নিয়ে একটি জরুরি সভা আহ্বান করেন।

আহমেদাবাদে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগে ইনজুরির কারনে ছিটকে গেছেন দুই পেসার আলজারি জোসেফ ও শামার জোসেফ। তাদের পরিবর্তে রোস্টন চেজের নেতৃত্বে দলে ডাকা হয়েছে জোহান লেইন ও বাঁ-হাতি সীমার জেডিয়াহ ব্লেডসকে। লেইন প্রথমবারের মত টেস্ট দলে ডাক পেয়েছেন। অন্যদিকে ব্লেডস শুধুমাত্র সাদা বলের ক্রিকেটে ক্যারিবীয়দের প্রতিনিধিত্ব করেছেন। 

অনভিজ্ঞ পেস বিভাগে একমাত্র বোলার হিসেবে জেইডেন সিলেসের ১০টিরও বেশী টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে। 

এদিকে পূর্ণ শক্তির ভারত নিজেদের সাম্প্রতিক ফর্ম নিয়ে দারুন আত্মবিশ্বাসী। আগস্টে ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ দারুনভাবে লড়াই করে ২-২’এ ড্র করে। এই সিরিজের মাধ্যমে টেস্ট অধিনায়ক হিসেবে গিলের অভিষেক হয়। অবসরে যাবার কারনে প্রথমবারের মত ভারতীয় দলে ছিলেন না বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবিচন্দ্রন অশ্বীন। 

নতুন অধিনায়ক গিলের ব্যক্তিগত পারফরমেন্স ছিল অসাধারন। সর্বমোট ৭৫৪ রান সংগ্রহ করে ভারতীয় কোন ব্যাটার হিসেবে ইংল্যান্ডের মাটিতে এক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন গিল। 

পেসার জাসপ্রিত বুমরাহকে নিয়েও দারুন আশাবাদী ভারত। দুবাইয়ে সদ্য সমাপ্ত টি২০ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে তিনি ২ উইকেট দখল করেছিলেন। এ বছরের শুরুতে অস্ট্রেলিয়ায় ইনজুরিতে পড়ার পর বুমরাহর ওয়ার্কলোড নিয়ে বাড়তি সতকর্তা অবলম্বন করছে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডে পাঁচ টেস্টের দুটিতে তাকে বিশ্রামে রাখা হয়। ঐ সিরিজে আরেক পেসার মোহাম্মদ সিরাজ সর্বোচ্চ ২৩ উইকেট দখল করেছিলেন। 

ওয়েস্ট ইন্ডিজ দলে চেজের সাথে স্পিন বোলিং বিভাগে আরো রয়েছেন জোমেল ওয়ারিকান ও খেরি পিয়েরে। দীর্ঘ অপেক্ষার পর পিয়েরে টেস্ট অভিষেকের অপেক্ষায় রয়েছেন। 

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ১০-১৪ অক্টোবর নয়া দিল্লিতে অনুষ্ঠিত হবে।

ভারত : শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, দেভদূত পাড্ডিকাল, ধ্রুব জুরেল, রবিন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরাহ, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, নিতিশ রেড্ডি, প্রসিদ্ধ কৃষ্ণা, আক্সার প্যাটেল, এন. জাগাদিসান। 

ওয়েস্ট ইন্ডিজ : রোস্টন চেজ (অধিনায়ক), কেভলন এ্যান্ডারসন, আলিক আথাঞ্জে, জন ক্যাম্পবেল, টাগেনারিন চন্দরপল, জাস্টিন গ্রিভস, শাই হোপ, টেভিন ইমালচ, জোহান লেইন, জেডিয়াহ ব্লেডস, ব্র্যান্ডন কিং, এ্যান্ডারসন ফিলিপ, খেরি পিয়েরে, জেইডেন সিলেস, জোমেল ওয়ারিকান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
ডেঙ্গু আক্রান্ত ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯০
বিজিবি-বিএসএফ-এর উদ্যোগে নোম্যান্সল্যান্ডে বাবার মরদেহ দেখলেন মিতু
দেশে সৌহার্দ্য সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন: হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান
সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে দেশকে এগিয়ে নিতে চাই: ফারুক-ই-আজম
শিম চাষে আকলিমার ভাগ্য বদল
অ্যানথ্রাক্স নিয়ে আতঙ্কের কিছু নেই 
ক্যান্সার আক্রান্ত সুবর্ণচরের জান্নাতকে দেখতে গেলেন ছাত্রদল নেতৃবৃন্দ
জিয়া উদ্যানের লেকে মাছের পোনা ছাড়লো ‘আমরা বিএনপি পরিবার’
প্রতিমা বিসর্জনের সময় সতর্ক থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী: কোস্টগার্ড ডিজি 
১০