নেপালকে শেষ টি২০’তে পরাজিত করে হোয়াইটওয়াশ এড়ালো ওয়েস্ট ইন্ডিজ

বাসস
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১৭:৩০

ঢাকা, ১ অক্টোবর ২০২৫ (বাসস) : শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় টি২০ ম্যাচে নেপালকে ১০ উইকেটে পরাজিত করে হোয়াইট ওয়াশের লজ্জা থেকে রক্ষা পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বোলিং ও ব্যাটিংয়ে শেষ ম্যাচে সুস্পষ্ট প্রাধান্য দেখিয়ে জয় তুলে নেয় উইন্ডিজ। 

টসে পরাজিত নেপাল প্রথমে ব্যাটিং থেকে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের তোপের মুখে ১৯.৫ ওভারে ১২২ রানে অল আউট হয়। ২৯ বলে সর্বোচ্চ ৩৯ রান করেন কুশাল ভুর্তেল। এছাড়া রোহিত পাউডেল ১৭, কুশাল মাল্লা ১২, গুলশান ঝা ১০ রান সংগ্রহ করেছেন। লোয়ার অর্ডারে দ্রুত উইকেট পতনে নেপালের স্কোর বড় হয়নি। এছাড়া ইনিংসে দুটি রান আউটও নেপালকে সমস্যায় ফেলেছে। 

ওয়েস্ট ইন্ডিজের র‌্যামন সিমন্ডস ১৫ রানে নিয়েছেন ৪ উইকেট। এছাড়া জেডিয়াহ ব্লেডস নিয়েছেন ২ উইকেট। আকিল হোসেন ও জেসন হোল্ডার একটি করে উইকেট দখল করেছেন। 

১২৩ রানের টার্গেট তাড়া করতে নেমে বিনা উইকেটে ১২.২ ওভারে জয়ে লক্ষ্যে পৌঁছে যায় উইন্ডিজ। আমির জাংগু ১৬৪.৪৪ স্ট্রাইক রেটে ৪৫ বলে পাঁচটি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারির সহায়তায় ৭৪ রান করেন। অপর পাশে আকিম অগাস্টে ২৯ বলে চারটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ৪১ রান করেন। 

তিন ম্যাচের সিরিজে নেপাল আগের দুই ম্যাচে জিতে ২-১ ব্যবধানে ঐতিহাসিক সিরিজ জয় করেছে। এর মাধ্যমে প্রথম সহযোগী দেশ হিসেবে আইসিসির পূর্ণ সদস্যভূক্ত কোন দেশকে টি২০ সিরিজে হারানোর মাইলফলক স্পর্শ করেছে নেপাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লার মণ্ডপে মণ্ডপে বিএনপি নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় 
রিমান্ড শেষে কারাগারে নড়াইলের সাবেক এমপি মুক্তি
আওয়ামী লীগ গণশত্রুতে পরিণত হয়েছে: ডা. জাহিদ 
যশোরে বজ্রপাতে বিএনপি নেতাসহ দুইজনের মৃত্যু
ঢাকেশ্বরী ও রমনা কালী মন্দির পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক
সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় চোরাই পণ্য জব্দ
আদালত থেকে পলাতক জিসান হত্যা মামলার আসামি ফের কারাগারে
বিএনপির প্রার্থী হিসেবে এখনো কেউ গ্রিন সিগনাল পাননি: মালিক
নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
শারদীয় দুর্গাপূজার মহানবমী উদযাপিত, দশমীতে দেবী দুর্গা ফিরে যাবেন কৈলাশে
১০