বিএনপির প্রার্থী হিসেবে এখনো কেউ গ্রিন সিগনাল পাননি: মালিক

বাসস
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১৯:৩৯
ছবি : বাসস

সিলেট, ১ অক্টোবর, ২০২৫ (বাসস): বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেছেন, বিএনপির প্রার্থী মনোনয়নের বিষয়টি একমাত্র দলের হাইকমান্ডের সিদ্ধান্তে হবে, এখনো কেউ গ্রিন সিগনাল পাননি।

যুক্তরাজ্য থেকে সিলেটে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আজ তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অনেকে নিজেদের বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা দিচ্ছেন, কেউ-কেউ দাবি করছেন গ্রিন সিগনাল পেয়েছেন। তবে প্রার্থী মনোনয়নের বিষয়টি একমাত্র দলের হাইকমান্ডের সিদ্ধান্তে হবে। এখন পর্যন্ত কেউ গ্রিন সিগনাল পাননি, সবাই এখনো রেড সিগনালে আছেন।

মালিক বলেন, যুক্তরাষ্ট্রে এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা এবং শেখ হাসিনাকে নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যটি ছিল কূটনৈতিক। গত ১৫ বছরে আওয়ামী লীগ যা করেছে তা দেশের মানুষ ভুলে যায়নি। এখন মানুষ আর আওয়ামী লীগকে চায় না।

এম এ মালিক আরও বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই। তারেক রহমান যেকোনো সময় দেশে ফিরবেন, আর তিনি কবে ফিরবেন, তা শিগগিরই জানানো হবে।

তিনি জানান, অনেকে নিজেদের বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা দিচ্ছেন, কেউ-কেউ দাবি করছেন গ্রিন সিগনাল পেয়েছেন। তবে প্রার্থী মনোনয়নের বিষয়টি একমাত্র দলের হাইকমান্ডের সিদ্ধান্তে হবে। এখন পর্যন্ত কেউ গ্রিন সিগনাল পাননি, সবাই এখনো রেড সিগনালে আছেন।

তিনি যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সস্ত্রীক আজ ঢাকায় অবতরণ করেন এম এ মালিক।

বিমানবন্দরে তাকে বিএনপি নেতা-কর্মী ও তার শুভাশিসগণ বিভিন্ন ব্যানার প্লাকার্ড ও স্লোগান দিয়ে এম এ মালিককে অভ্যর্থনা জানায়।

তিনি তার বক্তব্যে  সিলেটের সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।

তরুণদের অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে বলেন, ‘তরুণ ভোটাররা তাদের ভোট দেবেন, এবং গ্রাম থেকে শহর পর্যন্ত উৎসবের আনন্দ ছড়িয়ে পড়বে।’

উল্লেখ্য, লন্ডনে বিএনপি মহাসচিব বেগম খালেদা জিয়ার চিকিৎসা শেষে তার সফরসঙ্গী হিসেবে গত ৬ মে সস্ত্রীক দেশে আসেন এম এ মালিক। পরবর্তীতে গত ৩ আগস্ট তিনি বাংলাদেশ থেকে লন্ডন যান। আবার আজ তিনি দেশে আসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন করলেন কৃষকদল নেতা ফজলে হুদা
স্বাধীনতা যুদ্ধ ছিল সব ধর্মের মানুষের যৌথ সংগ্রাম: আসাদুল হাবিব দুলু
স্বর্ণ চোরাচালানের মাধ্যমে অর্জিত ১০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে সিআইডি
সব ধর্মের মানুষ মিলেমিশে আগামীর নতুন বাংলাদেশ গড়বো: শাহজাহান মিঞা
বাহিরের ইন্ধনে দুষ্কৃতকারীরা দুর্গাপূজা অস্থিতিশীল করার চেষ্টা করেছিল: স্বরাষ্ট্র উপদেষ্টা
সাবেক শিল্পমন্ত্রী হুমায়ুনের হাতকড়ার ছবি ভুয়া: স্বরাষ্ট্র সচিব
এক টেস্ট ও তিন টি২০ খেলতে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে আফগানিস্তান
কাতারকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে যুক্তরাষ্ট্র : হোয়াইট হাউস
রাজশাহী সীমান্তে দুর্গাপূজায় ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
১০