এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়

বাসস
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১৭:১৬

ঢাকা, ১ অক্টোবর ২০২৫ (বাসস) : কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লিগে গতকাল কাজাখস্তানের ক্লাব কাইরাতকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে রেকর্ড ১৫ বারের শিরোপা জয়ী রিয়াল মাদ্রিদ। 

জাবি আলোসনোর দল শনিবার লা লিগায় নগর প্রতিদ্বন্দ্বী এ্যাথলেটিকো মাদ্রিদের কাছে পরাজয়ের হতাশা নিয়ে মাঠে নেমেঠিল। তার উপর প্রায় ৭ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে কাজাক শহর আলমাতিতে গিয়ে পুঁচকে ক্লাব কাইরাতের সাথে খেলতে হয়েছে রিয়ালকে। 

এমবাপ্পের তিন গোল ছাড়াও স্কোরশিটে নাম লিখিয়েছেন এডুয়ার্ডো কামভিনগা ও ব্রাহিম দিয়াজ। এই জয়ে রিয়াল দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। 

এই প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগে খেলতে এসেছে কাইরাত। সেল্টিকে বাছাইপর্বে পরাজিত করে তারা ইউরোপীয়ান আসরে খেলার যোগ্যতা অর্জণ করে। কিন্তু লস ব্ল্যাঙ্কোসদের সামলানোর সাধ্য তাদের ছিলনা। বিশেষ করে ফরাসি তারকা এমবাপ্পে ছিলেন অপ্রতিরোধ্য। 

ম্যাচ শেষে এমবাপ্পে বলেছেন, ‘সপ্তাহের শেষে এ্যাথলেটিকোর বিপক্ষে কি ঘটেছে তা আমরা ভুলিনি। আমাদের মাথায় সেটা ছিল। প্রতিদিনই আমরা নিজেদের এগিয়ে নিতে কঠোর পরিশ্রম করি। ঐ ধরনের রাত আমরা আর দেখতে চাইনা।’

ফরাসি সুপারস্টার ইতোমধ্যেই এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ১৩ গোল করেছেন। দ্বিতীয়ার্ধে গোলের একটি সহজ সুযোগ নষ্ট না করলে গোলসংখ্যা হয়তো বাড়তে পারতো। 

দলের প্রথম তিন গোলরক্ষকের ইনজুরির কারনে স্বাগতিক কাইরাতের গোলবার সামলানোর দায়িত্ব পড়েছিল ১৮ বছর বয়সী শেরখান কালমুরজার ওপর। ম্যাচের শুরুতে এমবাপ্পের একটি শট তিনি রুখে দিয়েছিলেন। কিন্তু ২৫ মিনিটে স্পট কিক থেকে কালমুরজাকে উল্টো দিকে পাঠিয়ে বল জালে জড়ান এমবাপ্পে। ৫২ মিনিটে গোলরক্ষক থিবো কুর্তোয়া লম্বা কিক থেকে এমবাপ্পে ব্যবধান দ্বিগুন করেন। 

১৭ বছর বয়সী ফরোয়ার্ড ডাস্টান সাটপায়েভের ফ্রি-কিক অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে গেলে হতাশ হতে হয় কাইরাতকে। আগামী মৌসুমে ডাস্টানের চেলসিতে যোগ দেবার কথা রয়েছে। ডানি সেবালোসের বিপক্ষে কাইরাত একটি পেনাল্টির আবেদন করলেও ভিএআর তা বাতিল করে দেয়। ৭০ মিনিটে আরডা গুলারের ফ্লিকে এমবাপ্পে দুর্দান্ত ফিনিশিংয়ে হ্যাটট্রিক পূরণ করেন। ৮৩ মিনিটে বদলী খেলোয়াড় কানভিনগা ও স্টপেজ টাইমে দিয়াজ রিয়ালের শেষ দুটি গোল করলে বড় জয় নিশ্চিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আওয়ামী লীগ গণশত্রুতে পরিণত হয়েছে: ডা. জাহিদ 
ঢাকেশ্বরী ও রমনা কালী মন্দির পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক
সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় চোরাই পণ্য জব্দ
আদালত থেকে পলাতক জিসান হত্যা মামলার আসামি ফের কারাগারে
বিএনপির প্রার্থী হিসেবে এখনো কেউ গ্রিন সিগনাল পাননি: মালিক
নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
শারদীয় দুর্গাপূজার মহানবমী উদযাপিত, দশমীতে দেবী দুর্গা ফিরে যাবেন কৈলাশে
ডেঙ্গু আক্রান্ত ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯০
বিজিবি-বিএসএফ-এর উদ্যোগে নোম্যান্সল্যান্ডে বাবার মরদেহ দেখলেন মিতু
দেশে সৌহার্দ্য সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন: হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান
১০