জয়সওয়ালের সেঞ্চুরিতে প্রথম দিন ভারতের

বাসস
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১৮:১৯

ঢাকা, ১০ অক্টোবর ২০২৫ (বাসস) : ওপেনার যশ্বসী জয়সওয়ালের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন নিজেদের করে নিল স্বাগতিক ভারত। প্রথম দিন শেষে ৯০ ওভারে ২ উইকেটে ৩১৮ রান করেছে ভারত। জয়সওয়াল ১৭৩ রানে অপরাজিত আছেন। 

দিল্লিতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। লোকেশ রাহুলকে নিয়ে ৫৮ রানের সূচনা করেন জয়সওয়াল। ওয়েস্ট ইন্ডিজ স্পিনার জোমেল ওয়ারিকানের শিকার হবার আগে ৩৮ রান করে প্রথম ব্যাটার হিসেবে সাজঘরে ফিরেন প্রথম টেস্টে সেঞ্চুরি করা রাহুল। 

এরপর ওয়েস্ট ইন্ডিজ বোলারদের হতাশায় ডুবিয়েছেন জয়সওয়াল ও তিন নম্বরে ব্যাট হাতে নামা সাই সুদর্শন। দ্বিতীয় উইকেট জুটিতে ৩০৬ বলে ১৯৩ রান যোগ করেন তারা। এসময় ক্যারিয়ারের ২৬তম টেস্টে সপ্তম সেঞ্চুরির স্বাদ নেন জয়সওয়াল। 

২৪ বছর বয়সের আগেই সপ্তম টেস্ট সেঞ্চুরিতে পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ, দক্ষিণ আফ্রিকার গ্রাহেম স্মিথ, ইংল্যান্ডের অ্যালিষ্টার কুক ও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের রেকর্ড স্পর্শ করেছেন জয়সওয়াল। 

দিনের তৃতীয় সেশনে জয়সওয়াল-সুদর্শনের জমে যাওয়া জুটি ভাঙেন ওয়ারিকান। ১২টি চারে ১৬৫ বলে ৮৭ রান করে এলবিডব্লিউর ফাঁদে পড়েন সুদর্শন।

দলীয় ২৫১ রানে সদর্শন ফেরার পর ভারতের রানের চাকা সচল রাখেন জয়সওয়াল ও অধিনায়ক শুভমান গিল। দিন শেষে ৬৭ রানে অবিচ্ছিন্ন থাকেন তারা। এতে ভারতের রান ৩শ ছাড়িয়ে যায়।

২২টি চারে ২৫২ বল খেলে ১৭৩ রানে অপরাজিত থাকেন জয়সওয়াল। অন্যপ্রান্তে ২০ রানের অনবদ্য ইনিংস খেলে মাঠ ছাড়েন গিল। বল হাতে ওয়েস্ট ইন্ডিজের ওয়ারিকান ৬০ রানে ২ উইকেট নেন। 

আহমেদাবাদে প্রথম টেস্ট ইনিংস ও ১৪০ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
কঠিন চীবর দানোৎসবের মাধ্যমে সম্প্রীতির মেলবন্ধন সুদৃঢ় হবে : পার্বত্য উপদেষ্টা
নোবেল পুরস্কারে ট্রাম্পের বাদ পড়া ‘শান্তিকে ছাড়িয়ে রাজনীতি’ ছিল’: হোয়াইট হাউস 
দেশবাসীর মুক্তির জন্য ট্রাম্পই একমাত্র ভরসা: নোবেল জয়ী মাচাদো
১০