কিমিচের জোড়া গোলে জার্মানীর জয়, আজারবাইজানকে উড়িয়ে দিয়েছে ফ্রান্স

বাসস
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১৭:০৮

ঢাকা, ১১ অক্টোবর ২০২৫ (বাসস) : চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানী গতকাল বিশ্বকাপ বাছাইপর্বে লুক্সেমবার্গকে জসুয়া কিমিচের জোড়া গোলে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে। দিনের আরেক ম্যাচে আজারবাইজানকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ফ্রান্স।

অধিনায়ক কিমিচ কাল সামনে থেকে জার্মানকে নেতৃত্ব দিয়েছেন। এই জয়ে গোল ব্যবধানে স্লোভাকিয়া ও নর্দান আয়ারল্যান্ডকে পিছনে ফেলে গ্রুপ-এ’র শীর্ষস্থান দখল করেছে জার্মানী।

বাছাইপর্বে এর আগে দুই ম্যাচে নর্দান আয়ারল্যান্ডকে ঘরের মাঠে ৩-১ গোলে পরাজিত করলেও স্লোভাকিয়ার বিপক্ষে এ্যাওয়ে ম্যাচে ২-০ গোলে পরাজিত হয়েছিল জার্মানী। এই প্রথমবারের মত স্লোভাকিয়ার কাছে পরাজয় বরণ করতে বাধ্য হয়েছে জার্মানরা। 

গতকাল ঘরের মাঠে ডেভিড রমের ১২ মিনিটের গোলে এগিয়ে যায় জার্মানী। ২১ মিনিটে স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুন করেন অধিনায়ক কিমিচ। ৪৮ মিনিটে সার্জি গ্যানাব্রির গোলে ব্যবধান ৩-০’তে দাঁড়ায়। দুই মিনিট পর পোস্টের খুব কাছে থেকে নিজের দ্বিতীয় গোল করেন কিমিচ। 

জার্মান কোচ জুলিয়ান নাগলেসম্যান দলের আগ্রাসী ও আত্মবিশ্বাসী মনোভাবের প্রশংসা করে বলেছেন, ‘আমরা আরো এক থেকে দুটি গোল বেশী করতে পারতাম। কিন্তু তারপরও এই জয়টা আমাদের প্রাপ্য ছিল। এই ধরনের জয়ই আমরা সবসময় চাই।’

২০১৮ ও ২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল জার্মানী। 

ম্যাচের মাত্র ২০ মিনিটে ড্রিক কার্লসন বক্সের ভিতর ইচ্ছাকৃতভাবে হ্যান্ডবলের কারনে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। তারপর থেকে ১০ জনের দলে পরিনত হওয়া লুক্সেমবার্গের পক্ষে জার্মানদের আক্রমন প্রতিরোধ করা অসম্ভব হয়ে পড়ে। 

এদিকে ১৯৮৬ সালের পর প্রথমবারের মত বিশ্বকাপের স্বপ্ন দেখতে থাকা নর্দান আয়ারল্যান্ড কাল ২-০ গোলে স্লোভাকিয়াকে হারিয়ে নিজেদের আশা টিকিয়ে রেখেছে। প্যাট্রিক হোরোসোভস্কির আত্মঘাতি গোলের পর ট্রাই হামের দুর্দান্ত ভলিতে উইন্সডর পার্কে ম্যাচ শেষের ৯ মিনিট আগে নর্দান আয়ারল্যান্ডের জয় নিশ্চিত হয়। 

প্যারিসে পার্ক ড্রি প্রিন্সেসে দুর্দান্ত ফর্ম ধরে রেখে প্রথমেই গোল করে ফরাসিদের এগিয়ে দেন এমবাপ্পে। প্রথমার্ধের ইনজুরি টাইমে তিনি গোল করেন। রিয়াল মাদ্রিদ ও দেশের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় এটি তার এ মৌসুমে ১০ম গোল। দিদিয়ের দেশ্যমের দলের হয়ে স্কোরশিটে আরো নাম লিখিয়েছেন আন্দ্রে রাবোয়িত ও দলে ফেরা ফ্লোরিয়ান থভিন। এই জয়ে তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে পূর্ণ ৯ পয়েন্টসহ ডি-গ্রুপের শীর্ষে রয়েছে ফ্রান্স। 

সোমবার আইসল্যান্ডকে হারাতে পারলে এবং দিনের আরেক খেলায় ইউক্রেন যদি আজারবাইজানকে হারাতে ব্যর্থ হয় তবে লেস ব্লুজদের আগামী বছর বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে। 

তিন ম্যাচের তিনটিতেই জয়ী হলেও দেশ্যম মাটিতেই পা রাখতে চান। তার মতে, এর থেকেও ভাল খেলার সক্ষমতা আমাদের রয়েছে। সোমবার একটি ভিন্ন দিন, একটি ভিন্ন প্রতিপক্ষ। আরো একটি নতুন দিনের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। 

পাঁচ পয়েন্ট পিছিয়ে এই গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা ইউক্রেন উত্তেজনাপূর্ণ ম্যাচে আইসল্যান্ডকে ৫-৩ গোলে পরাজিত করেছে। 

সুইডেনকে ২-০ গোলে পরাজিত করে বি-গ্রুপের শীর্ষস্থান মজবুত করেছে সুইজারল্যান্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার : নৌ-পরিবহন উপদেষ্টা
ট্রাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ডিএমপির ২,৫৮৬ মামলা 
সরকার সকল ধর্ম ও সম্প্রদায়ের প্রতি সমান শ্রদ্ধাশীল : পার্বত্য উপদেষ্টা 
গাজা সফর করলেন মার্কিন শীর্ষ সামরিক কমান্ডার
মা ইলিশ সংরক্ষণে নৌবাহিনীর অভিযান : ১৯ কোটি টাকার মালামাল জব্দ
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬৮৩
জেলেনস্কি এবং ট্রাম্পের মধ্যে আলোচনা : ইউক্রেনের রাষ্ট্রপতি
ইসরাইলি বাহিনী আমাকে মানসিক নির্যাতন করেছে : শহিদুল আলম
মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ে জাকসু’র সেমিনার অনুষ্ঠিত
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে কুমিল্লায় কর্মীসভা ও গণসংযোগ
১০