ঢাকা, ১১ অক্টোবর, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ্বকাপের পর ফুটবল থেকে অবসরের ঘোষনা দিয়েছের আলজেরিয়ার অধিনায়ক রিয়াদ মাহরেজ।
আফ্রিকান বাছাইপর্বে সোমালিয়াকে শুক্রবার ৩-০ গোলে পরাজিত করে পঞ্চমবারের মত বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে আলজেরিয়া। সেই দলের নেতৃত্বে ছিলেন ম্যানচেস্টার সিটির সাবেক তারকা উইঙ্গার মাহরেজ। বাছাইপর্বের ম্যাচটিতে ৩৪ বছর বয়সী মাহরেজ এক গোল করা ছাড়াও বাকি দুই গোলে এ্যাসিস্ট করেছেন। এই জয়ে জি-গ্রুপ থেকে শীর্ষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট পেয়েছে আলজেরিয়া।
দাপুটে এই জয়ের পর মাহরেজ জানিয়েছেন আসন্ন বিশ্বকাপই তার শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। একইসাথে তিনি জানান, রোনাল্ডোর মত তিনি নন, ৪০ বছর বয়সেও রোনাল্ডো যতটা শক্তিশালী তা সবার পক্ষে সম্ভব নয়।
এ সময় মাহরেজ বলেন, ‘এটাই আমার শেষ বিশ্বকাপ। আমি রোনাল্ডো নই। আলজেরিয়াকে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে প্রতিনিধিত্ব করতে গিয়ে নিজের পক্ষে যা করা সম্ভব সবকিছুই করার চেষ্টা থাকবে।’
আগামী বছর ফেব্রুয়ারিতে ৩৫ বছরে পা রাখবেন মাহরেজ। আলজেরিয়ার হয়ে এ পর্যন্ত ১০৬ ম্যাচ খেলে ৩৩ গোল করেছেন তিনি।
বিশ্বকাপের টিকিট নিশ্চিতের পর আলজেরিয়ার এখন লক্ষ্য আফ্রিকান নেশন্স কাপ।
ক্যারিয়ার জুড়ে যে ধরনের সহযোগিতা তিনি সতীর্থ, কোচ ও সমর্থকদের কাছ থেকে পেয়েছেন সেজন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাহরেজ। তিনি বলেন, ‘এই গুরুত্বপূর্ণ জয়ের জন্য আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতে চাই। ম্যাচে দুটি এ্যাসিস্ট করতে পেরে আমি সবচেয়ে খুশী হয়েছি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছি।’
এর আগে ১৯৮২, ১৯৮৬, ২০১০ ও ২০১৪ সালের বিশ্বকাপে খেলেছিল আলজেরিয়া। এর মধ্যে ২০১৪ সালে ব্রাজিলে সেরা সাফল্য অর্জিত হয়। প্রথমবারের মত নক আউট পর্বে খেলতে গিয়ে শেষ ষোলতে জার্মানীর কাছে পরাজিত হয়ে বিদায় নিয়েছিল আলজেরিয়া।