ফরিদপুর, ১০ অক্টোবর, ২০২৫ (বাসস) : যুব সমাজকে মোবাইল ও নেশার আসক্তি থেকে খেলার মাঠে ফেরানোর প্রত্যয়ে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নে কেরশাইল আদর্শ ক্লাব ফুটবল টুর্নামেন্ট গতকাল শেষ হয়েছে।
৮ দলের অংশগ্রহণে আয়োজিত এই ফুটবল প্রতিযোগিতায় ইউনিয়নের জয়নগরের কেরশাইল কালিবাড়ী ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনালে সালথা উপজেলার সম্মান সেন ফুটবল একাদশ ও বোয়ালমারী উপজেলার কয়রা ফুটবল একাদশ অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল। পরে ট্রাইবেকার ৪-২ গোলে বোয়ালমারী উপজেলার কয়রা ফুটবল একাদশ জয়লাভ করে।
শুক্রবার বিকালে অনুষ্ঠিত ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বিএনপি'র সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম।
এ সময় তিনি বলেন, শরীরকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই। তিনি বলেন, যুবসমাজকে মোবাইল ও মাদকের নেশা থেকে খেলার মাঠে ফেরাতে এ ধরনের আয়োজন জরুরী। এ সময় তিনি গ্রাম পর্যায়ের মাঠগুলোকে দখল মুক্ত রেখে নিয়মিত খেলাধুলার আয়োজন করার আহ্বান জানান।
সমাপনী অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক সুভাষচন্দ্র সাহা, সাতৈর ইউপি চেয়াারম্যান রাফিউল আলম মিন্টু উপস্থিত ছিলেন।
মাসব্যাপী অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ফরিদপুর জেলার বোয়ালমারী, মধুখালী ও সালথা উপজেলার আটটি ফুটবল দল অংশগ্রহণ করে।
বিপুল সংখ্যক দর্শক ফাইনাল ম্যাচ উপভোগ করেন।