ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতে বিশ্ব রেকর্ড স্পর্শ করল ভারত

বাসস
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৬:৩৭
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দশম টেস্ট সিরিজ জিতল ভারত। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারায় টিম ইন্ডিয়া। প্রথম টেস্ট ইনিংস ও ১৪০ রানে জিতেছিল ভারত। ফলে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতল শুভমান গিলের দল। অধিনায়ক হিসেবে এই প্রথম সিরিজ জিতলেন গিল। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দশম টেস্ট সিরিজ জিতে দক্ষিণ আফ্রিকার বিশ্ব রেকর্ড স্পর্শ করল ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই টানা দশবার টেস্ট সিরিজ জয়ের রেকর্ড আছে প্রোটিয়াদেরও। টেস্ট ইতিহাসে কোন দলের বিপক্ষে টানা সবচেয়ে বেশি সিরিজ জয়ের বিশ্ব রেকর্ডের মালিক এখন যৌথভাবে ভারত ও দক্ষিণ আফ্রিকা।  

দিল্লিতে টেস্টে চতুর্থ দিন শেষে জয়ের সুবাস পাচ্ছিল ভারত। ওয়েস্ট ইন্ডিজের ছুঁড়ে দেওয়া ১২১ রানের টার্গেটে দিন শেষে ১ উইকেটে ৬৩ রান করেছিল টিম ইন্ডিয়া। ৯ উইকেট হাতে নিয়ে ৫৮ রান দরকার ছিল স্বাগতিকদের। 

পঞ্চম ও শেষ দিন ২ উইকেট হারিয়ে এক ঘন্টায় জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। ৩০ রান নিয়ে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ স্পিনার রোস্টন চেজের বলে আউট হন সাই সুদর্শন। ৩৯ রান করেন তিনি।

দ্বিতীয় উইকেটে লোকেশ রাহুলের সাথে ৭৯ রানের জুটি গড়েন সুদর্শন।

দলীয় ৮৮ রানে সুদর্শনের বিদায়ে ক্রিজে এসে ১৩ রানের বেশি করতে পারেনি ভারত অধিনায়ক গিল। ১টি করে চার-ছক্কা মেরে চেজের দ্বিতীয় শিকার হন তিনি। 

এরপর উইকেটরক্ষক ধ্রুব জুরেলকে নিয়ে ভারতের জয় নিশ্চিত করেন আগের দিন ২৫ রানে অপরাজিত থাকা রাহুল। ৬ চার ও ২ ছক্কায় ১০৮ বলে রাহুল ৫৮ এবং জুরেল ৬ রানে অপরাজিত থাকেন।

ওয়েস্ট ইন্ডিজের চেজ ২ উইকেট নেন।

দুই ইনিংস ৮ উইকেট নিয়ে দলের জয়ে অবদান রাখায় ম্যাচ সেরা হন ভারতের স্পিনার কুলদীপ যাদব। ৮ উইকেট ও ১০৪ রান করায় সিরিজ সেরা হন টিম ইন্ডিয়ার অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মেক্সিকো বন্যায় কমপক্ষে ৬৪ জন নিহত, ৬৫ জন নিখোঁজ
ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস আগামীকাল
সুন্দরবনের শাকবাড়িয়া থেকে ৪৮ কেজি হরিণের মাংস উদ্ধার, গ্রেফতার এক
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে আলামত সংগ্রহ করছে সিআইডি
বিএমইউতে জাতীয় পর্যায়ে গবেষণার চাহিদা ও অগ্রাধিকারবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
হবিগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
মস্তিষ্কের স্বাস্থ্য নিয়ে জরুরি পদক্ষেপের আহ্বান ডব্লিউএইচও’র
নেত্রকোণায় সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে গবাদি পশু বিতরণ
বার্ডে স্বাস্থ্য ক্যাডারের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
১০