ফেনীতে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

বাসস
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৯:১২
ছবি : বাসস

ফেনী, ১৪ অক্টোবর ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসব উপলক্ষে ফেনীতে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু  হয়েছে। 

মঙ্গলবার বিকালে শহরের ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সাইফুল ইসলাম   টুর্নামেন্টের উদ্বোধন করেন। 

উদ্বোধনী ম্যাচে ফুলগাজী উপজেলাকে ১-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে ফেনী সদর উপজেলা দল।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন, জেলা সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম, অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমাইল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া ইসলাম, সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা, দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীদুল ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা হীরা আক্তার। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সাইফুল ইসলাম বললন,  ‘তারুণ্যের উৎসবকে সামনে রেখে ফেনী জেলার তরুণ প্রজন্মকে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং থেকে দূরা রাখার অভিপ্রায় এবং মানসিক বিকাশের লক্ষে আমরা এ আয়োজন করেছি। ফেনীর তরুণ প্রজন্ম যেন সুনাগরিক হিসেবে গড়ে উঠে, সে লক্ষে আমাদের এ প্রচেষ্টা। আমরা চাই ফেনীর ক্রীড়া সামনে এগিয়ে যাক।’

আগামী ২৫ অক্টোবর পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০