মালয়েশিয়ার বিপক্ষে ফলাফল বাতিলের জন্য ফিফার কাছে নেপালের আবেদন

বাসস
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১৪:৫৩

ঢাকা, ১৬ অক্টোবর ২০২৫ (বাসস) : ২০২৭ এশিয়ান কাপ বাছাইপর্বে মার্চে মালয়েশিয়ার কাছে ২-০ গোলে পরাজিত হয়েছিল নেপাল। কিন্তু অবৈধ খেলোয়াড় খেলানোর অভিযোগে সেই ম্যাচে মালয়েশিয়ার জয় বাতিলের জন্য বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফার কাছে আপিল করেছে নেপাল। 

গত মাসে ফিফা মালয়েশিয়ায় বিদেশী-বংশোদ্ভূত সাতজন খেলোয়াড়কে এক বছরের নিষিদ্ধ করার পাশাপাশি দেশটির ফুটবল এসোসিয়েশনকে (এফএএম) ৪ লাখ ৪০ হাজার ডলার জরিমানা করে। খেলোয়াড়দের বংশগত নথিপত্র জাল ছিল বলে ফিফার তদন্তে প্রমানিত হয়েছে।  

মালয়েশিয়ার জহুর বারুইতে অনুষ্ঠিত বাছাইপর্বের ঐ ম্যাচটিতে নিষিদ্ধ হওয়া সাতজন খেলোয়াড়ের মধ্যে হেক্টর হেভেল প্রথম গোলটি করেছিলেন।

অল নেপাল ফুটবল এসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইন্দ্রা মান তুলাধার বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ‘অবৈধ খেলোয়াড় খেলানোর বিষয়টি আমরা জানতে পেরেছি। এ কারনেই ফল বাতিলের আপিল করেছি।’

ফিফা অভিযোগ করেছে, এফএএম জাল বা মিথ্যা নথি জমা দিয়েছে যাতে বলা হয়েছে সাতজন খেলোয়াড় মালয়েশিয়ান বংশোদ্ভূত, যার ফলে তারা দেশের প্রতিনিধিত্ব করার যোগ্য। যদিও এফএএম জেনেশুনে কোনও ভুল করার কথা অস্বীকার করেছে।

ফিফার তদন্তে দেখা গেছে যে কোনও খেলোয়াড়েরই আসলে দক্ষিণ-পূর্ব এশীয় দেশটিতে জন্মগ্রহণকারী কোনও পিতামাতা বা দাদা-দাদি ছিলেন না।

জুনে ভিয়েতনামের বিপক্ষে এশিয়ান বাছাইপর্বে ৪-০ গোলের জয়ের ম্যাচটি এই সাতজন খেলোয়াড়ই খেলেছেন। 

চার ম্যাচ শেষে কোন পয়েন্ট না পাওয়া নেপাল গ্রুপ-এফ’র তলানিতে রয়েছে। শতভাগ জয় নিয়ে ১২ পয়েন্টসহ শীর্ষে রয়েছে মালয়েশিয়া। ৯ পয়েন্ট নিয়ে ভিয়েতনাম দ্বিতীয় ও তিন পয়েন্ট নিয়ে লাওস রয়েছে তৃতীয় স্থানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চব্বিশের গণঅভ্যুত্থানে ঢাল হয়ে দাঁড়িয়েছিল দেশপ্রেমিক সেনাবাহিনী: চিফ প্রসিকিউটর
আইসিসির মাস সেরা অভিষেক ও মান্ধানা
ওনিয়ন ব্লোয়ার মেশিন ব্যবহারে ফরিদপুরে পেঁয়াজের ঘাটতি মিটবে শতভাগ
বিএফআইইউ সাবেক প্রধান শাহীনুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
জোহরা তাজউদ্দিন নার্সিং কলেজের ১২৩ শিক্ষার্থীর সংযুক্তির আদেশ বাতিল
মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৫.৬১ শতাংশ
সেমিফাইনালে থামলেন জারিফ, দ্বৈতে চ্যাম্পিয়ন ভারতীয় জুটি
সিলেটে এইচএসসিতে পাসের হার ৫১.৮৬ শতাংশ
বাংলাদেশ-আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সূচি ঘোষণা করল বিসিবি
দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৫৭.৪৯ শতাংশ
১০