বাংলাদেশ-আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সূচি ঘোষণা করল বিসিবি

বাসস
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১৮:২৭

ঢাকা, ১৬ অক্টোবর ২০২৫ (বাসস) : ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

ওয়ানডে সিরিজ খেলতে আগামী ২০ অক্টোবর বাংলাদেশ আসবে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। 

সিরিজের প্রথম দু’টি ম্যাচ বগুড়া এবং শেষ তিন ম্যাচ রাজশাহীর ভেন্যুতে অনুষ্ঠিত হবে। বগুড়ায় ২৮ অক্টোবর থেকে শুরু হবে সিরিজ। ৩১ অক্টোবর একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান যুব দল। 

৩ নভেম্বর রাজশাহীতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ওয়ানডে। এরপর একই ভেন্যুতে সিরিজের পরের দুই ম্যাচ হবে যথাক্রমে- ৬ ও ৯ নভেম্বর। 

ওয়ানডে সিরিজ শেষে ১০ নভেম্বর বাংলাদেশ ছাড়বে আফগানিস্তান।  

আফগানিস্তান সিরিজের পর আগামী ডিসেম্বরে নেপালে এশিয়া কাপ খেলবে বাংলাদেশের যুবারা। এশিয়া কাপের পর ২০২৬ সালের জানুয়ারিতে জিম্বাবুয়ে এবং নামিবিয়ার মাটিতে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।

আকবর আলীর নেতৃত্বে ২০২০ সালে যুব বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে অনুষ্ঠিত ঐ ফাইনালে ভারতকে বৃষ্টি আইনে ৩ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। ফাইনালে ৭৭ বলে ৪৩ রানের অধিনায়কোচিত ইনিংসে ম্যাচ সেরা হয়েছিলেন আকবর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুই দিন পতনের পর শেয়ারবাজার সূচক ঊর্ধ্বমুখী
এইচএসসিতে ১,২১৮ জিপিএ-৫ পেয়ে এগিয়ে রাজউক উত্তরা মডেল কলেজ
বিএসবি গ্লোবালের স্বত্বাধিকারী খায়রুল বাশারের ৪ কোটি টাকার ফ্ল্যাট জব্দ 
রাশিয়ার ‘হাইব্রিড’ হুমকি মোকাবিলায় কর্মপরিকল্পনা প্রণয়ন করছে জার্মানি : মের্ৎস
আফগানিস্তান-পাকিস্তান অস্ত্রবিরতিকে স্বাগত জানালো ইরান, সংলাপের আহ্বান
ফরমুলা স্টুডেন্ট চায়না ২০২৫-এ এমআইএসটি ব্লিটজের গৌরবোজ্জ্বল সাফল্য
শহীদ আবু সাঈদের আত্মত্যাগ সারাবিশ্বের জন্য স্মরণীয় : ইরানি রাষ্ট্রদূত
মা ইলিশ রক্ষায় সারাদেশে নৌ-বাহিনীর অভিযান
দুই শতাব্দীর ইতিহাস বহন করছে পাবনা
নানা কর্মসূচিতে সিভাসু’তে বিশ্ব খাদ্য দিবস পালিত
১০