
ঢাকা, ৩১ অক্টোবর ২০২৫ (বাসস) : ভারতীয় নারী ক্রিকেট দলের তারকা ব্যাটার জেমিমা রদ্রিগেজের ম্যাচ জয়ী ইনিংসে মুগ্ধ বাংলাদেশ দলের পেসার মারুফা আকতার। জেমিমার দুর্দান্ত সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্বাগতিক ভারত। গতরাতে মুম্বাইয়ে ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে অনুষ্ঠিত সেমিফাইনালে ভারত ৫ উইকেট হারায় অসিদের।
১৩৪ বল খেলে ১৪টি চারে অপরাজিত ১২৭ রান করেন জেমিমা। তার ম্যাচ জয়ী ইনিংসে অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেওয়া ৩৩৯ রানের টার্গেট ৯ বল বাকী রেখে স্পর্শ করে ভারত। নারী ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়ায় ম্যাচ জয়ের বিশ্ব রেকর্ড গড়ে ভারত।
জেমিমার দুর্দান্ত ইনিংস মন কেড়েছে বাংলাদেশ নারী দলের পেসার মারুফা আকতারের। জেমিমাকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মারুফা।
মারুফা লিখেছেন, ‘জেমিমা দিদি, অসাধারণ খেলা উপহার দিয়েছেন আপনি। সত্যি বলতে, আমি ভাষা হারিয়ে ফেলেছি। আমি সব সময় আপনার জন্য প্রার্থনা করব। আপনার দলকে আপনি সামনের এগিয়ে নিয়ে যাবেন এবং আরও বড় সাফল্য অর্জন করেন, এই প্রত্যাশা করি। ফাইনাল ম্যাচের জন্য আমার শুভেচ্ছা ও প্রার্থনা রইল।’
মারুফার পোস্ট দেখে চুপচাপ থাকতে পারেননি জেমিমা। পাল্টা উত্তর দিয়েছেন ভারতের ডান-হাতি ব্যাটার।
জেমিমা লিখেছেন, ‘মারুফা, তোমাকে ধন্যবাদ। তুমি নিজেই একটি অনুপ্রেরণা। তুমি যা করেছ, সেটি বাংলাদেশ ও সারা দুনিয়ার মেয়েদের জন্য প্রেরণাদায়ক।’