সুনামগঞ্জ, ৭ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার শিল্প ও পর্যটন খাতে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে গতকাল রোববার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সুনামগঞ্জ সদর উপজেলার শিল্প ও পর্যটন খাতসহ অন্যান্য সম্ভাবনাময় খাতে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম)-এর মহাপরিচালক, ঢাকা (অতিরিক্ত সচিব) ড. খন্দকার আজিজুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা জেরিন। এছাড়াও উপস্তিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং শিল্প ও পর্যটন খাতসহ অন্যান্য সম্ভাবনাময় খাতের উদ্যোক্তাগণ।
সুনামগঞ্জ সদর উপজেলার শিল্প ও পর্যটন খাতসহ অন্যান্য সম্ভাবনায় খাত সমৃদ্ধকরণ এবং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলার বিষয়ে প্রধান অতিথি কর্তৃক পরামর্শ ও সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেওয়া হয়।