পিআর ভিত্তিক নির্বাচনের দাবিতে পক্ষকালব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

বাসস
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১৯:৩২
ছবি : বাসস

ঢাকা, ২০ আগস্ট, ২০২৫ (বাসস) : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতা যে রক্ত ও জীবন উৎসর্গ করেছে, তা শুধু সরকারের পতনের জন্য নয়, বরং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার তীব্র আকাঙ্ক্ষা থেকেই। কিন্তু, বর্তমানে দেশ আবারও পুরোনো স্বৈরতান্ত্রিক ধারায় ফিরে যাচ্ছে।

তিনি বলেন, তরুণদের রক্ত যেন কোনো দলের লোভের কারণে ব্যর্থ না হয়, সেই লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী নির্বাচনে পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতির দাবি আদায়ে রাজপথে সক্রিয় হবে।

এই দাবিতে আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশের প্রতিটি জেলায় গণসমাবেশ ও মিছিল এবং ঢাকার প্রতিটি থানায় বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে পিআরের পক্ষে জনমত গঠনে প্রচারপত্র, লিফলেট ও অন্যান্য প্রচারসামগ্রী বিতরণ করা হবে।

পীর সাহেব বলেন, ‘আমরা নির্বাচন চাই, কিন্তু স্বৈরতান্ত্রিক ব্যবস্থার পুনরাবৃত্তি চাই না।’

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘জনগণের চাওয়া উপেক্ষা করলে, ইসলামী আন্দোলন বাংলাদেশ আরও কঠোর কর্মসূচি দিতে পিছপা হবে না।’

পুরানা পল্টনের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাপ্তাহিক বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৈঠকে মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
আগামী নির্বাচনে শাপলা প্রতীক নিয়েই অংশ নেবে এনসিপি : সারজিস আলম
বিশ্ব মান দিবস উপলক্ষে গাজীপুরে সভা
ফটিকছড়িতে মাহিন হত্যা মামলার আসামি গ্রেফতার
মুন্সীগঞ্জে ইলিশ সংরক্ষণ অভিযানে ১৫ জেলের কারাদণ্ড
নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে বিএনপি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে: আলতাফ হোসেন চৌধুরী
সুপ্রিম কোর্টের বিচারপতি ও আইনজীবীদের ১৯ অক্টোবর সৌজন্য সাক্ষাৎ
মানসম্মত পণ্য উৎপাদনে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব বিএসটিআই’র
নীলফামারীতে টিকা পাবে ৫ লাখের বেশি শিশু
নির্বাচনে ৫ শতাংশ নারী প্রার্থীকে মনোনয়ন দিতে পারে বিএনপি : সেলিমা রহমান
১০