পিআর ভিত্তিক নির্বাচনের দাবিতে পক্ষকালব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

বাসস
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১৯:৩২
ছবি : বাসস

ঢাকা, ২০ আগস্ট, ২০২৫ (বাসস) : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতা যে রক্ত ও জীবন উৎসর্গ করেছে, তা শুধু সরকারের পতনের জন্য নয়, বরং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার তীব্র আকাঙ্ক্ষা থেকেই। কিন্তু, বর্তমানে দেশ আবারও পুরোনো স্বৈরতান্ত্রিক ধারায় ফিরে যাচ্ছে।

তিনি বলেন, তরুণদের রক্ত যেন কোনো দলের লোভের কারণে ব্যর্থ না হয়, সেই লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী নির্বাচনে পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতির দাবি আদায়ে রাজপথে সক্রিয় হবে।

এই দাবিতে আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশের প্রতিটি জেলায় গণসমাবেশ ও মিছিল এবং ঢাকার প্রতিটি থানায় বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে পিআরের পক্ষে জনমত গঠনে প্রচারপত্র, লিফলেট ও অন্যান্য প্রচারসামগ্রী বিতরণ করা হবে।

পীর সাহেব বলেন, ‘আমরা নির্বাচন চাই, কিন্তু স্বৈরতান্ত্রিক ব্যবস্থার পুনরাবৃত্তি চাই না।’

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘জনগণের চাওয়া উপেক্ষা করলে, ইসলামী আন্দোলন বাংলাদেশ আরও কঠোর কর্মসূচি দিতে পিছপা হবে না।’

পুরানা পল্টনের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাপ্তাহিক বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৈঠকে মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের নির্বিঘ্নে এলডিসি উত্তরণে ডব্লিউটিওর পূর্ণ সমর্থন কামনা প্রধান উপদেষ্টার
ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
ইতালিতে চাকরির প্রলোভনে শত কোটি টাকার প্রতারণা : চক্রের মূলহোতা নারী গ্রেফতার
আহত ফায়ার ফাইটারদের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে আসছেন চিকিৎসক : স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা এয়ারপোর্টে ৭ হাজার ৫৮০ পিস ইয়াবাসহ মা-মেয়ে আটক
কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি দখলমুক্তকরণে দোকান উচ্ছেদের নির্দেশ
সৌদি আরবের গ্রান্ড মুফতির ইন্তেকালে জামায়াতের শোক
শারদীয় দুর্গোৎসবে গুজব রটনায় কঠোর ব্যবস্থা নেবে র‌্যাব : র‌্যাব মহাপরিচালক
ইশারা ভাষা দিবসে ডাকসুর মূকাভিনয় প্রদর্শনী ও কবিতা আবৃত্তি
বীর ফায়ার ফাইটার শামীম আহমেদ’র জানাজা সম্পন্ন
১০