নতুন বছরে ইতিবাচক ধারায় ফিরছে অর্থনীতি

বাসস
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১৮:৫৭

ঢাকা, ৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) :  উৎপাদন, নির্মাণ ও সেবাখাত দ্রুততর সম্প্রসারণ হওয়ায় নতুন বছরে বাংলাদেশের অর্থনীতি ইতিবাচক ধারায় ফিরছে। 

কৃষি খাতে ধীরগতিতে সম্প্রসারণ ঘটলেও নতুন করে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নের পথে অগ্রসর হতে গিয়ে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ঢাকা ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) যৌথভাবে বাংলাদেশ পারচেজিং ম্যানেজারস’ ইনডেক্সের (পিএমআই), ডিসেম্বর রিপোর্ট প্রকাশ করে। এ রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে একথা জানানো হয়।

এমসিসিআই ও পলিসি এক্সচেঞ্জের উদ্যোগে যুক্তরাজ্য সরকারের সহায়তা ও সিঙ্গাপুর ইনস্টিটিউট অব পারচেজিং অ্যান্ড ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্টের (এসআইপিএমএম) কারিগরি সহায়তায় এ রিপোর্ট তৈরি করা হয়েছে। রিপোর্ট বলা হয়, কৃষিখাতে ধীরগতির সম্প্রসারণ হওয়ায় ডিসেম্বর মাসে বাংলাদেশের সামগ্রিক পিএমআই স্কোর নভেম্বর মাসের তুলনায় ০.৫ পয়েন্ট কমে ৬১.৭-এ পৌঁছেছে। সর্বশেষ পিএমআই তথ্য অনুযায়ি কৃষি ও সেবাখাতের ধীরগতিতে সম্প্রসারণ  হয়েছে। তবে উৎপাদন ও নির্মাণ খাত পুনরায় দ্রুতগতিতে সম্প্রসারিত হয়েছে।

রিপোর্টে বলা হয়,  কৃষি খাত টানা তৃতীয় মাসের জন্য প্রসারণ প্রদর্শন করেছে, তবে ধীর গতীতে। 

উৎপাদন খাত টানা চতুর্থ মাস দ্রুততার সাথে প্রসারণ করেছে ও দ্রুততার সাথে বৃদ্ধি পেয়েছে। নতুন অর্ডার, নতুন রপ্তানি, কারখানার আউটপুট, ইনপুট ক্রয়, আমদানি, ইনপুট মূল্য ও সরবরাহকারীর ডেলিভারির সূচকগুলোর জন্য দ্রুততর প্রসারণ রেকর্ড করা হয়েছে। 

নির্মাণ খাত ও সেবা খাতেও সম্প্রসারণের ধারায় ফিরে এসেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের
জব্দকৃত শামুক ও ঝিনুক চলনবিলে অবমুক্ত
চাঁদপুরে স্কাউটস্ ও গার্লস গাইডের অংশগ্রহণে কর্মশালা 
মার্কিন শুল্ক চুক্তির সুফল পেতে সমন্বিত কৌশল প্রণয়নের আহ্বান বিশেষজ্ঞদের  
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ 
দেশ বিরোধী স্লোগান : নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের অজয় কারাগারে
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় একজন নিহত 
টাঙ্গাইলে ১০টি মিষ্টির দোকানকে জরিমানা
নাসা গ্রুপের শ্রমিকদের পাওনা পরিশোধে সমঝোতা চুক্তি
১০