নতুন বাস্তবতার আলোকে আগামী বাজেট প্রণয়নের আহ্বান বিপিজিএমইএ’র

বাসস
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১৯:৩০
প্রতীকী ছবি। পিক্সাবে

ঢাকা, ১২ জানুয়ারি ২০১৫(বাসস): চলতি অর্থ বছরে বাস্তবায়ন পরিস্থিতির নিরিখে এবং নতুন বাস্তবতার আলোকে আগামী বাজেট প্রণয়নের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিপিজিএমইএ) সভাপতি সামিম আহমেদ। তিনি বলেছেন, আগামীতে শুধু অতীতের মতো বাজেটের আকার বাড়ালে হবে না বরং বাজেটে গ্যাস কূপ খনন, জ্বালানি নিরাপত্তার ওপর বিনিয়োগে ব্যবস্থা রাখতে হবে।  

আজ রোববার পল্টন টাওয়ারে বিপিজিএমইএ  কার্যালয়ে আয়োজিত  সংবাদ সম্মেলনে তিনি এ আহবান জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিপিজিএমইএ’র সাবেক সভাপতি এ এস এম কামাল উদ্দিন, ফেরদৌস ওয়াহেদ, বিপিজিএমইএ’র সিনিয়র সহসভাপতি কে এম ইকবাল হোসেন, সহ-সভাপতি কাজী আনোয়ারুল হক, পরিচালক সৈয়দ নাসির উদ্দিন, ঝন্টু কুমার সাহা, বুয়েটের সাবেক অধ্যাপক ড. ইজাজ হোসেন, প্রাণ আরএফএল গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর কামরুল ইসলাম, আকিজ বায়াক্স-এর পরিচালক মো. মফিজুল ইসলাম ইরাজ এবং ডিউরেবল প্লাস্টিকের ব্যবস্থাপনা পরিচালক তৌকিরুল আলম।
 
সংবাদ সম্মেলনে দেশের অর্থনীতির সার্বিক চিত্র তুলে ধরে সামিম আহমেদ বলেন, গত ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) রপ্তানি আয় বেড়েছে সাড়ে ১২ শতাংশ। এতে মোট রফতানি হয়েছে ২ হাজার ৪৬২ কোটি মার্কিন ডলার। যা আগের বছরে ছিল ২ হাজার ১৮৮ কোটি ডলার। অর্থাৎ ২৭৪ কোটি ডলার বা ১২ দশমিক ৫২ শতাংশ বেশি রফতানি হয়েছে। তবে গত ৯ মাস ধরে মূল্যস্ফীতি ১০ শতাংশের বেশি অর্থাৎ ১০-১৩ শতাংশের মধ্যে ঘুরপাক খাচ্ছে। রেকর্ড রেমিট্যান্স, রফতানিতে বিপুল পারফরম্যান্স করায় বৈদেশিক রিজার্ভ ২১ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। যদিও নভেম্বরে  ঋণ গ্রহণ, এলসি খোলা  প্রবণতা এবং মূলধনী যন্ত্রপাতি আমদানি কিছুটা হ্রাস পেয়েছে। তবে বছর জুড়ে মূল্যস্ফীতির কারণে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি ছিল। এ প্রেক্ষিতে নতুন করে ৪৩ ধরনের পণ্য ও সেবার ক্ষেত্রে ভ্যাট বাড়ানোর ফলে  মানুষের ক্রয় ক্ষমতা কমবে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বিগত আওয়ামী সরকারের সময় নিরবচ্ছিন্ন সরবরাহের কথা বলে গ্যাসের দাম ১৫০ শতাংশের বেশি বাড়ানো হয়েছিল। কিন্তু তারা গ্যাস-সংকটের সমাধান করতে পারেনি। অনেক এলাকায় গ্যাস, বিদ্যুতের ঘাটতির কারণে শিল্পকারখানা চলছে রেশনিং পদ্ধতিতে। অন্তর্র্বর্তী সরকার নতুন করে গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এতে ব্যবসায়ীরা উদ্বিগ্ন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর ভাটারায় অপহৃত ফল ব্যবসায়ী উদ্ধার, গ্রেফতার ৫
সাম্প্রতিক দুর্ঘটনায় বিমান বাহিনী পরিচালিত কার্যক্রম
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে গেলেন প্রধান উপদেষ্টা
হত্যা মামলায় আশুলিয়া আওয়ামী লীগ নেতা মোতালেব বেপারী গ্রেফতার
শিক্ষকরাই সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারেন : এটিএম আজহারুল ইসলাম
বিএনপি দেশকে সঠিক পথে নিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ : ড. মঈন খান 
জুলাই গণ-অভ্যুত্থানের রক্তাক্ত গল্প সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করা হচ্ছে : সংস্কৃতি উপদেষ্টা
মালয়েশিয়ায় জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
শহীদ স্মরণ সভায় বক্তারা জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ প্রণয়নের দাবি জানিয়েছেন
বাংলাদেশকে বদলে দিতে হলে আগে রাজনৈতিক সহনশীলতা প্রয়োজন : আমীর খসরু
১০