ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জিতেছে ব্র্যাক ব্যাংক

বাসস
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ২২:৪১

ঢাকা, ১২ জানুয়ারি ২০২৫ (বাসস): ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০২৫-এ টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জিতেছে ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংকের এই সম্মাননা বিদেশে কর্মরত রেমিটেন্স যোদ্ধাদের কষ্টার্জিত অর্থ সহজ প্রক্রিয়ায় দেশে আনার প্রতিশ্রুতির প্রতিফলন বলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে ব্যাংকটি।

বিবৃতিতে তারা আরো জানিয়েছে, ২০২৪ সালে ব্র্যাক ব্যাংকের মাধ্যমে  মোট ১ দশমিক ৬ বিলিয়ন ডলার ওয়েজ রেমিটেন্স এসেছে। যা ব্যাংকটির জন্য এক নতুন মাইলফলক।  এই মাইলফলক দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর ব্যাংকটির উল্লেখযোগ্য অবদানকে তুলে ধরেছে।

ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে ইনওয়ার্ড রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ দ্য সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি ব্র্যাক ব্যাংককে এই পুরস্কার প্রদান করে।

গতকাল রাজধানীর  একটি পাঁচ তারকা  হোটেলে আয়োজিত সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি কর্তৃক আয়োজিত‘ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০২৫- ব্র্যান্ডিং বাংলাদেশ: এনআরবি অ্যান্ড ইউএন পিসকিপারস লিডিং দ্য ওয়ে’ শীর্ষক এক অনুষ্ঠানে এই পুরস্কার দেয়া হয়। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ট্রেজারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস মো. শাহীন ইকবালের হাতে এই সম্মাননা তুলে দেন।

 এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশিজ এর চেয়ারপারসন এম এস শেকিল চৌধুরী এবং ব্র্যাক ব্যাংকের হেড অব রেমিটেন্স অ্যান্ড প্রবাসী ব্যাংকিং শাহরিয়ার জামিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রাম সমিতি-ঢাকা'র দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি ড. চৌধুরী মাহমুদ ও সম্পাদক মোজাম্মেল 
‘চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীতকরণের প্রতিশ্রুতির বাস্তবায়ন চাই’
ভোটারদের কাছে বিনয়ের সাথে ভোট চাইতে হবে : ডা. জাহিদ
আজ ছিল ভয়াল সিডর দিবস 
বৈশ্বিক ইন্টারনেট স্বাধীনতার সূচকে ভারতের কাছাকাছি বাংলাদেশ
বিভিন্ন প্ল্যাটফর্মে নারীর অংশগ্রহণ বেড়েছে : তথ্য উপদেষ্টা
রাজধানীর মিরপুরে ‘মুক্তি তোরণ’ উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক
কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে রাষ্ট্রযন্ত্র সংস্কার অপরিহার্য : আখতার হোসেন
দ্য সোল অব জুট : ক্রাফট, কালচার, ট্যুরিজম অ্যান্ড ইনোভেশন প্রদর্শনী শুরু ১৭ নভেম্বর
সুদানে অর্ধেকের বেশি মানুষের মানবিক সাহায্য প্রয়োজন
১০