ঢাকা, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : প্রক্রিয়াজাত খাদ্য প্রস্তুতকারকদের দাবির পরিপ্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিস্কুট ও কেকের ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) অর্ধেক কমিয়েছে। ১৫ শতাংশ থেকে এখন সাড়ে ৭ শতাংশ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার এ বিষয়ে এনবিআর একটি আদেশ জারি করে।
এই আদেশ প্রতি কেজি দুইশ’ টাকার বেশি দামের মেশিনে প্রস্তুত করা বিস্কুট ও হাতে তৈরি বিস্কুট এবং তিনশ’ টাকার বেশি দামের কেকের ক্ষেত্রে প্রযোজ্য হবে।