চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর মেলা রোববার

বাসস
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২৭

চট্টগ্রাম, ২২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : নগরবাসীর কর প্রদান সহজতর করতে দামপাড়াস্থ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নীচ তলায় কর মেলা-২০২৫ আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক)।

মেলাটি রোববার (২৩ ফেব্রেুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দাপ্তরিক প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হবে।

এ মেলা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব সার্কেল-০১ ও রাজস্ব সার্কেল-০৫-এর আওতাধীন এলাকাবাসীর জন্য নির্ধারিত হয়েছে। 

করদাতারা ট্রেড লাইসেন্স নবায়ন, হোল্ডিং কর পরিশোধসহ বিভিন্ন সেবার সুবিধা পাবেন।

সার্কেল-০১ এর আওতাধীন ওয়ার্ডসমূহ ১ নং দক্ষিণ পাহাড়তলী, ২ নং জালালাবাদ, ৩ নং পাঁচলাইশ, ৭ নং পশ্চিম ষোলশহর, ৮ নং শুলকবহর এবং রাজস্ব সার্কেল-০৫ এর আওতাধীন ওয়ার্ডসমূহ হল ১৪ নং লালখান বাজার, ১৫ নং বাগমনিরাম, ২১ নং জামালখান, ২২ নং এনায়েত বাজার, ২৩ নং উত্তর পাঠানটুলী, ২৮ নং পাঠানটুলী।
 
চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন এক বিবৃতিতে করদাতাদের যথাসময়ে কর মেলায় উপস্থিত থেকে নিজেদের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন। 

মেলায় শতভাগ সারচার্জ ছাড়া হালনাগাদ হোল্ডিং কর পরিশোধ এবং ট্রেড লাইসেন্স নবায়ন করা যাবে। হোল্ডিংসমূহের অনিস্পত্তি আপীলসমূহ নোটিশ প্রাপ্তি সাপেক্ষে সহনীয় পর্যায়ে হোল্ডিং কর চূড়ান্ত করা যাবে এবং হোল্ডিং কর পরিশোধের পদ্ধতি ও পরিশোধের সচেতনতামূলক কার্যক্রম গ্রহণের আয়োজন থাকবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‘চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীতকরণের প্রতিশ্রুতির বাস্তবায়ন চাই’
ভোটারদের কাছে বিনয়ের সাথে ভোট চাইতে হবে : ডা. জাহিদ
আজ ছিল ভয়াল সিডর দিবস 
বৈশ্বিক ইন্টারনেট স্বাধীনতার সূচকে ভারতের কাছাকাছি বাংলাদেশ
বিভিন্ন প্ল্যাটফর্মে নারীর অংশগ্রহণ বেড়েছে : তথ্য উপদেষ্টা
রাজধানীর মিরপুরে ‘মুক্তি তোরণ’ উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক
কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে রাষ্ট্রযন্ত্র সংস্কার অপরিহার্য : আখতার হোসেন
দ্য সোল অব জুট : ক্রাফট, কালচার, ট্যুরিজম অ্যান্ড ইনোভেশন প্রদর্শনী শুরু ১৭ নভেম্বর
সুদানে অর্ধেকের বেশি মানুষের মানবিক সাহায্য প্রয়োজন
নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’
১০