এডিবি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ২০২৪ সালে রেকর্ড পরিমাণ ৮.৭ বিলিয়ন ডলার অর্থায়ন করেছে 

বাসস
প্রকাশ: ০৮ মে ২০২৫, ১৯:১৫

ঢাকা, ৮ মে, ২০২৫ (বাসস) : এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ২০২৪ সালে অ-সার্বভৌম যৌথ-অর্থায়নে রেকর্ড পরিমাণ ৮.৭ বিলিয়ন ডলার অর্থায়ন করেছে, এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উন্নয়নের অগ্রগতিতে বেসরকারি খাতের সম্পৃক্ততার ক্রমবর্ধমান ভূমিকার উপর জোর দিয়েছে।

যৌথ-অর্থায়নে ২০২৪ সালের জন্য মোট ১৪.৯ বিলিয়ন ডলার অবদান এডিবি -এর নিজস্ব বিনিয়োগের ২৪.৩ বিলিয়ন ডলারের পরিপূরক।

এডিবি -এর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালে সমস্ত অ-সার্বভৌম যৌথ-অর্থায়ন পদ্ধতিতে ব্যাপক-ভিত্তিক প্রবৃদ্ধি দেখা গেছে। দীর্ঘমেয়াদি প্রকল্পগুলোতে যৌথ-অর্থায়ন ৩.৩% বৃদ্ধি পেয়ে ৩.৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যেখানে বাণিজ্য অর্থায়ন, সরবরাহ শৃঙ্খল এবং ক্ষুদ্রঋণ কর্মসূচি ২.৪% বৃদ্ধি পেয়েছে।  

২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে বাণিজ্য ও সরবরাহ শৃঙ্খল অর্থায়নে লেনদেনের পরিমাণ বেড়েছে যা শক্তিশালী চাহিদার প্রতিফলন।

থাইল্যান্ডে উপসাগরীয় সৌর ও ব্যাটারি শক্তি সঞ্চয় প্রকল্প একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এতে এডিবি থেকে ২৬০ মিলিয়ন ডলার এবং অংশীদারদের কাছ থেকে ৫২৯ মিলিয়ন ডলার দেয়া হয়েছে। 

এডিবি সার্বভৌম কার্যক্রমকে সমর্থন করার জন্য সার্বভৌম যৌথ-অর্থায়নে ৬.২ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে, যা সরকারগুলিকে অবকাঠামো, পরিষেবা ও স্থিতিস্থাপকতা শক্তিশালী করতে সহায়তা করে।

বহুপাক্ষিক অংশীদাররা সার্বভৌম যৌথ-অর্থায়নে শীর্ষস্থানীয় অবদানকারী। তারা ৪৩টি প্রকল্পের জন্য ৩.১ বিলিয়ন ডলার প্রদান করেছে - যা সার্বভৌম যৌথ-অর্থায়নের ৫০%। দ্বিপাক্ষিক অংশীদাররা ৩৫টি প্রকল্পে ২.৯ বিলিয়ন ডলার অবদান রেখেছে।

মিলানে এডিবি-এর ৫৮তম বার্ষিক সভায় প্রকাশিত অংশীদারিত্ব প্রতিবেদন ২০২৪ -এ ভারতে প্রাথমিক শিশু যত্ন ও মাতৃস্বাস্থ্য থেকে শুরু করে মঙ্গোলিয়ায় দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও বীমা সমাধান এবং উজবেকিস্তানে বিদ্যুৎ খাত সংস্কারসহ বিভিন্ন প্রচেষ্টায় যৌথ-অর্থায়ন তুলে ধরা হয়েছে।

এডিবি’র কৌশল, নীতি ও অংশীদারিত্ব বিষয়ক মহাপরিচালক জিনিং জিয়া বলেন, “সাহসী পদক্ষেপ, উদ্ভাবনী সমাধান ও শক্তিশালী অংশীদারিত্বের মাধ্যমে, আমরা অগ্রগতি অব্যাহত রাখা, সবচেয়ে ঝুঁকিপূর্ণদের সুরক্ষা প্রদান এবং লক্ষ লক্ষ মানুষের জন্য বাস্তুতন্ত্র টিকিয়ে রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।” 

জিয়া আরও বলেন, “যৌথভাবে আমরা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য একটি শক্তিশালী ও স্থিতিস্থাপক ভবিষ্যত গড়ে তুলছি।” 

এডিবি দারিদ্র্য, পরিবেশগত অবক্ষয় এবং মৌলিক পরিষেবা সুযোগ লাভের মতো জটিল চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার, বহুপাক্ষিক প্রতিষ্ঠান ও এবং বেসরকারি বিনিয়োগকারী সহ বিভিন্ন ধরনের অংশীদারদের সাথে সহযোগিতা করে। 

২০২৪ সালে, প্রতি পাঁচটি এডিবি প্রকল্পের মধ্যে দুটি এডিবি এবং তার অংশীদারদের দ্বারা যৌথভাবে অর্থায়ন করা হয়েছিল, যা প্রমাণ করে যে, এডিবি এর উন্নয়ন পদ্ধতিতে কেন্দ্রীয় অংশীদারিত্ব কতটা গুরুত্বপূর্ণ।

ট্রাস্ট তহবিলও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সমৃদ্ধ ও স্থিতিশীল এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সংক্রান্ত জাপান তহবিল ৩৩টি প্রকল্পে সহায়তা করেছে।

কোরিয়া প্রজাতন্ত্রের ই-এশিয়া ও জ্ঞান অংশীদারিত্ব তহবিল ১৭টি এবং উচ্চস্তরের প্রযুক্তি তহবিল ১৪টি প্রকল্পে সহায়তা করেছে।

বেসরকারি খাতে, এডিবি ভেঞ্চারস ইনভেস্টমেন্ট ফান্ড ১ এবং লিডিং এশিয়াস প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ফান্ড ২ উদ্ভাবন ও সবুজ প্রবৃদ্ধি জোরদারের জন্য ১৫টি প্রকল্পে প্রাথমিক ও দীর্ঘমেয়াদি অর্থায়ন প্রদান করেছে।

এডিবি ২০২৪ সালে তার প্রভাব সম্প্রসারণের জন্য নতুন অংশীদারিত্ব তৈরি করেছে, যার মধ্যে দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দারিদ্র্য বিমোচন খাতে সহায়তার জন্য দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা উন্নয়ন তহবিলের সাথেও সম্পৃক্ত রয়েছে।

এডিবি একটি শীর্ষস্থানীয় বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক যা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে অন্তর্ভুক্তিমূলক, স্থিতিস্থাপক এবং টেকসই প্রবৃদ্ধিকে সমর্থন করে।

জটিল চ্যালেঞ্জগুলি সমাধানের লক্ষ্যে সদস্য দেশ এবং অংশীদারদের সাথে কাজ করার জন্য, এডিবি জীবনযাত্রা রূপান্তরিত করতে, মানসম্পন্ন অবকাঠামো তৈরি করতে এবং আমাদের গ্রহকে সুরক্ষিত করার জন্য উদ্ভাবনী আর্থিক ব্যবস্থা ও কৌশলগত অংশীদারিত্ব ব্যবহার করে।

১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এডিবি’র সদস্য হচ্ছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে ৫০টি সহ মোট ৬৯টি দেশ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শাদের দক্ষিণ-পশ্চিমে সংঘর্ষে ৩৫ জন নিহত : সরকার
‘পুতিনের ওপর চাপ সৃষ্টি করার সময় এসেছে’ : যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী
গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকসহ নিহত ২, আহত ২০
গাজা হত্যাযজ্ঞের প্রতিবাদ : মার্কিন সিনেট থেকে বের করে দেওয়া হলো বেন কোহেনকে
বৈষম্য ঘুচিয়ে নারীদের এগিয়ে নিতে কাজ করছে সরকার : ফয়েজ আহমদ তৈয়্যব
ইউরোপে স্থায়ী হতে পারে ডেঙ্গু ও চিকুনগুনিয়া : গবেষণা
জবি ছাত্র-শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানার আহ্বান জামায়াতের
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈঠকে মহামারি চুক্তি ও বাজেট সংকোচন নিয়ে আলোচনা
যুদ্ধবিরতি আলোচনায় রাশিয়া ‘যথেষ্ট আন্তরিক’ নয় : জেলেনস্কি
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি চায়না সোহেল গ্রেফতার
১০