প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের এলডিসি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৫ মে ২০২৫, ১৮:৩৬
প্রতীকী ছবি

ঢাকা, ১৫ মে, ২০২৫ (বাসস): বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) এবং বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রোমোশন কাউন্সিলের (বিপিসি) যৌথ উদ্যোগে আজ রাজধানীর একটি হোটেলে এলডিসি গ্রাজুয়েশনের ওপর এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

‘এলডিসি গ্রাজুয়েশন স্ট্রাটেজিস অ্যান্ড প্রিপার্ডনেস অব প্রাইভেট সেক্টর’ শীর্ষক এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহিম খান, বিজনেস প্রোমোশন কাউন্সিলর সিইও যুগ্ম সচিব নাহিদ আফরোজ। সভাপতিত্ব করেন বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিপিজিএমইএ) সভাপতি শামীম আহমেদ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড) এর সিইও ফেরদৌস আরা বেগম।

এছাড়াও ‘ফ্যাক্টরি অডিট অন হ্যাজার্ড আইডেন্টিফিকেশন, রিস্ক অ্যাসেসমেন্ট এন্ড কন্ট্রোল’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইমারাট ডিজাইনারস এন্ড কনসালটেন্টস এর লিড এ্যাসেসর এস. এম. সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান প্লাস্টিক পণ্য রপ্তানির উপর জোর দিয়ে বলেন, রপ্তানি বাড়াতে না পারলে আমদানি বাড়বে না।

স্বাগত বক্তব্যে বিপিজিএমইএ সভাপতি শামীম আহমেদ বলেন, ‘বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার মধ্যেও প্লাস্টিক খাত রপ্তানি অব্যাহত রাখতে পেরেছে। দেশীয় প্রতিষ্ঠানগুলো এখন বিশ্বমানের প্লাস্টিক তৈরি করছে। এটি বিদেশিদের বাংলাদেশ থেকে পণ্য কিনতে আগ্রহী করছে।’

উল্লেখ্য, বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) দেশের শক্তিশালী এবং কার্যকর বাণিজ্য সমিতি। নীতি নির্ধারণ, সরকারি

সংস্থাগুলোর আলোচনা এবং বিদেশি প্লাস্টিক শিল্পের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে এর ভূমিকা প্রশংসনীয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০